আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের জন্য ‘৬’ দল চুড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আসন্ন বিপিএলের অষ্টম আসরের জন্য বিসিবির ঘোষিত দলে নেই সাবেক চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স এবং রাজশাহী কিংস।
আর মাত্র কয়েকদিন পর শুরু হতে চলেছে বিশ্ব ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক জনপ্রিয় টি-টোয়েন্টি আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের খেলা। যেখানে দল কিনতে আগ্রহ প্রকাশ করেছিলো ‘৮’ ফ্র্যাঞ্চাইজি তবে বিসিবির পূর্বপরিকল্পনা অনুযায়ী সেখান থেকে ‘৬’ টি দল চুড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিপিএলের সপ্তম আসরের চ্যাম্পিয়ন রাজশাহী কিংস এবং সাবেক চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের নাম নেই বিসিবির চুড়ান্ত করা ‘৬’ দলে। তাছাড়া গুঞ্জন থাকলেও ময়মনসিংহের হয়ে প্রতিনিধিত্ব করতে আগ্রহী নয় কোন ফ্র্যাঞ্চাইজি। তবে বিপিএলের সপ্তম আসরের পুরাতন দুই দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ার্সকে ধরে রেখেছে তাদের পুরাতন দুই ফ্র্যাঞ্চাইজি।
এছাড়া এতোদিন বেক্সিমকো ফ্র্যাঞ্চাইজি হিসেবে ঢাকার হয়ে প্রতিনিধিত্ব করলেও এবার ঢাকার হয়ে প্রতিনিধিত্ব করবেন রূপা ও মার্ন গ্রুপ, সিলেটের প্রতিনিধিত্ব করবে প্রগতি গ্রুপ বরিশালের ফরচুন গ্রুপ এবং জেমকন গ্রুপের পরিবর্তে খুলনার প্রতিনিধিত্ব করবে মাইন্ড ট্রি।
উল্লেখ্য সবকিছু ঠিক থাকলে আসছে বছরের জানুয়ারীর শেষ সপ্তাহে মাঠে গড়াতে চলেছে বিশ্ব ক্রিকেটের জমজমাট টি-টোয়েন্টি ভিত্তিক আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর।