দেশের হয়ে আন্তর্জাতিক মহলে বাইশ গজে আঠারো বছর প্রতিনিধিত্ব করার পর এবার দেশের নবীনদের জন্য বড় পদ এর দায়িত্ব দেয়া হলো শ্রীলঙ্কান সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে’কে! মাহেলা তিন ফরম্যাটের ক্রিকেটে মোট ২৫৯৫৭ রান করেছেন ; এর মধ্যেই সেঞ্চুরি আছে ৫৪ টি। দেশের হয়ে শ্রীলঙ্কার সাবেক এই লিজেন্ডারি ব্যাটসম্যান তিন ফরম্যাট মিলিয়ে ১৮৩ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন।
মাহেলা শ্রীলঙ্কাকে দু’বার ফাইনালের মঞ্চে উঠিয়েছেন ; সবশেষে ২০১৫ সালে ব্যাট-বল এর এই দুনিয়াকে বিদায় জানান তিনি। কোচিং ক্যারিয়ারে মাহেলার হাতেখড়ি হয়েছিলো ইংলিশদের ব্যাটিং পরামর্শক হিসেবে!
এবার নিজ মাতৃভূমি শ্রীলঙ্কার কনসালট্যান্ট কোচ হিসেবে জাতীয় দলের সাথে যুক্ত হলেন জয়াবর্ধনে। মাহেলার নিয়োগ কার্যকর হবে আগামী বছর এর প্রথম দিন ( ২০২২ সালের ১ জানুয়ারি )।
মুলত লংকান নির্বাহী কমিটি লংকান টেকনিক্যাল কমিটির সাথে আলাপ-আলোচনা সেরে তারপর-ই এই সিদ্ধান্তে উপনীত হয়েছে!
লংকান ক্রিকেট বোর্ড জানিয়েছে : ” নতুন ভূমিকায় জয়াবর্ধনে জাতীয় দলগুলোর সার্বিক ক্রিকেটীয় উপাদানের দায়িত্বে থাকবেন এবং হাই পারফরম্যান্স সেন্টারে খেলোয়াড় ও ম্যানেজমেন্ট টিমগুলোর জন্য অমূল্য কৌশলগত সমর্থন প্রদান করবেন। “
আগামী বছর (২০২২ সালে ) বিশ্বকাপ মাথায় রেখে শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে ও কাজ করবেন লংকান সাবেক ব্যাটিং গুরু!
এই নিয়োগ প্রসঙ্গে মাহেলা বলেন : ” আমাদের বিভিন্ন ডেভেলপমেন্ট স্কোয়াডগুলোর জাতীয় ক্রিকেটার ও কোচদের সঙ্গে কাজ করার দারুণ সুযোগ এটি, যার মধ্যে অনূর্ধ্ব-১৯ ও এ টিমগুলো রয়েছে। শ্রীলঙ্কায় ক্রিকেটীয় প্রতিভা ও সম্ভাবনাময়ীদের সুবিচারে সহায়তা করার সুযোগ এটি। “