নিউজিল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান অবস্থান নিউজিল্যান্ডের ত্রাইস্টচার্চে। আর সেখান থেকে এবার ২০২২ ক্রিকেট মৌসুম শুরু হবে বাংলাদেশের। ২০২২ সালে রয়েছে বাংলাদেশ জাতীয় দলের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যাস্ত সূচী আর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। সবমিলিয়ে আসন্ন বছরে বাংলাদেশ দল খেলতে পারে সর্বমোট ‘৬১’ টি ম্যাচ।
একনজরে বাংলাদেশ ক্রিকেট দলের ২০২২:
⚫জানুয়ারীঃ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যস্থ মৌসুমের শুরুটা হবে স্বাগতি নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের মধ্যে দিয়ে। যার জন্য ইতিমধ্যে নিউজিল্যান্ডের ত্রাইস্টচার্চে অবস্থান করছে মুমিনুল হকের বাংলাদেশ।
⚫ জানুয়ারী-ফেব্রুয়ারীঃ নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করে খুব একটা স্বস্তিতে থাকবে না বাংলাদেশ দল। জানুয়ারীর শেষদিকে শুরু হতে পারে বিশ্ব ক্রিকেটের জমজমাট টি-টোয়েন্টি আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের খেলা।
⚫ফেব্রুয়ারী-মার্চঃ ক্রিকেটের জমজমাট টি-টোয়েন্টি আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের খেলা শেষের পর বাংলাদেশ সফরে আসতে পারে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল। তাদের সাথে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।
⚫মার্চ-এপ্রিলঃ ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের পর বাংলাদেশ জাতীয় দলের পরবর্তী গন্তব্য আফ্রিকা মহাদেশে। সেখানে দক্ষিণ আফ্রিকা সাথে তিন ম্যাচের আন্তর্জাতিক ম্যাচের সাথে দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
⚫এপ্রিল-মেঃ শ্রীলঙ্কার বিপক্ষে এখনো ম্যাচের সময়সূচী চুড়ান্ত না হলেও আগামী এপ্রিলে বাংলাদেশ সফরে আসতে পারে শ্রীলঙ্কা ক্রিকেট দল।
⚫জুন-জুলাইঃ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের পর দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ।
⚫জুলাই-আগষ্টঃ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পর দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য আগামী জুনে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ।
⚫সেপ্টেমবরঃ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পর অনুষ্ঠিত হতে পারে এশিয়াকাপের পরবর্তী আসর।
⚫অক্টোবর-নভেম্বরঃ এশিয়াকাপের পর বাংলাদেশ জাতীয় দলের পরবর্তী সিরিজ আয়ারল্যান্ডের বিপক্ষে। সেখানে আইরিশদের বিপক্ষে খেলবে একটি টেস্ট এবং সমান সংখ্যাক তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ।
⚫নভেম্বর-ডিসেম্বরঃ আয়ারল্যান্ড সিরিজের পর বিশ্ব ক্রিকেটের জমজমাট আসর টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়াল দেবে টাইগার্সরা।
⚫ডিসেম্বরঃ বছরের শেষসময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২টি টেস্ট এবং ৩টি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ সফরে আসবে ভারত ক্রিকেট দল।