বাংলাদেশ-উইন্ডিজ দ্বিতীয় ওডিআই ম্যাচে সিরিজ জয়ের মিশনে বাংলাদেশ। প্রথমে বাংলাদেশ টস জিতে উইন্ডিজকে ব্যাটিং এ পাঠায়। আরো একবার ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে যে ভুল করেন নি ক্যাপ্টেন তামিম, তার প্রমান মাঠেই দিয়েছেন বাংলাদেশের বোলাররা। উইন্ডিজ শিবিরের ব্যাটিংয়ে প্রথম আঘাত হানেন মোসাদ্দেক হোসেন সৈকত। তাসকিনের পরিবর্তে আজ মাঠে নেমেই তিনি মান রাখলেন। মোসাদ্দেকের সাথে আরেক স্পিনার নাসুম ছিলেন দুর্দান্ত। তার বোলিং এর সামনে দাঁড়াতেই পারলো না উইন্ডিজ এর ব্যাটাররা। উইন্ডিজের প্রথম সারির ৩ টি উইকেট তুলে নিলেন গত ম্যাচেই অভিষেক হওয়া নাসুম আহমেদ।এর পর শরিফুল ইসলাম তার দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই রভমান পাওয়েলকে মাহমুদুল্লাহ রিয়াদের ক্যাচে পরিণত করেন।
এর পর মেহেদী হাসান মিরাজ তার চতুর্থ ওভারে ব্রেন্ডন কিংকে বোল্ড করে সাজঘরে ফেরান।মিরাজের পরের বলেই আকিল হোসাইনকে রান আউট করে প্যাভিলিয়নে পাঠান উইকেট কিপার নুরুল হাসান সোহান।
মেহেদী হাসান মিরাজ নিজের ষষ্ঠ ওভারে এসে আবারো রোমারিও শেফার্ডকে বোল্ড করে আউট করেন। পরের বলেই ব্যাক টু বাক উইকেট তুলে নেন মেহেদী হাসান মিরাজ। এবার আলঝারি জোশেফকে তার শিকার বানান।
এর পর মেহেদী হাসান মিরাজ তার চতুর্থ ওভারে ব্রেন্ডন কিংকে বোল্ড করে সাজঘরে ফেরান। মিরাজের পরের বলেই আকিল হোসাইনকে রান আউট করে প্যাভিলিয়নে পাঠান উইকেট কিপার নুরুল হাসান সোহান। শেষ উইকেটে ১০০ পার করলেও আবারো সেই মেহেদী হাসান মিরাজের কাছেই পরাস্থ হন উইন্ডিজের শেষ ব্যাটার।