বাংলদেশ বনাম ভারতের মধ্যেকার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে বাংলাদেশ। গতকাল শেষ বিকেলে উইকেটে আসায় কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। তাই আজ ওপেনিং জুটিই সকলের প্রথম সেশনে ব্যাটিংয়ে নামেন। শুরুতে বাংলাদেশের ওপেনিং জুটিয়ে সচরাচর যেটা ঘটে সেটাই ঘটলো। ৫ রান করতেই অশ্বিন এর বলে এলবিডাব্লিউ এর ফাঁদে পা দিয়ে ফিরে যান শান্ত।
টেস্টে নতুন ডেবিউ হওয়া জাকির হাসান যথেষ্ট ভালো ব্যাটিং করেন। বুঝেশুনেই ব্যাটিং করতে দেখা যায় তাকে। ১৩৫ বল খেলে ৫টি চারের মারে ৫১ রান করেন জাকির। উমেশের বলে সিরাজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন জাকির। প্রথম ইনিংসে দারুন ব্যাটিং করা মোমিনুল এই ইনিংসে আর সেভাবে জলে উঠেতে পারেন নি। তিনি ও শান্তর সমান ৫ রান করে আউট হয়ে যান।
সাকিব আল হাসান ধরে খেলার চেষ্টা করেছিলেন কিন্তু তিনিও টিকতে পারলেন না। উনডকাটের করা দারুন এক ডেলিভারিতে ক্যাচ দিয়ে বসেন সাকিব। তিনি ফেরেন ১৩ রান করে। এর পর উইকেটে আসেন মুশফিকুর রহিম। মিস্টার ডিপেন্ডেবল খ্যাত এই ব্যাটার আগের মতো এখন আর উইকেটে টিকে থাকতে পারেন না। দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়েও তাই হয়েছে। ১৯ বল খেলে মাত্র ৯ রান করে তিনিও প্যাভিলিয়নের পথ ধরেন।
একদিকে লিটন দাস উইকেট আঁকড়ে ধরে থাকলেও তাকে যোগ্য সঙ্গ দিতে পারছিলেন না কেউ। সবাই আসা যাওয়ার মধ্যেই ছিলেন। মিরাজ ফেরেন ০ রান করে। শেষ দিকে নুরুল হাসান সোহান কিছুক্ষন সঙ্গ দেন লিটন দাসকে। কিন্তু ২৯ বলে ৩১ রান করে পান্টের স্টাম্পিংয়ের শিকার হন এই উইকেটরক্ষন ব্যাটার।
এর পর অবশ্য তাসকিন উইকেটে এসেও লিটনের সাথে ধরে খেলতে থাকেন। প্রসঙ্গত এবার আইপিএলে সাকিব, লিটন দল পেলেও দল পায়নি তাসকিন আহমেদ। সর্বনিম্ন ৫০ লক্ষ টাকা ভিত্তি মূল্য থাকলেও কোনো ফ্রাঞ্চাইজি তাকে কিনতে আগ্রহ দেখায়নি।
এর পর অবশ্য লিটন আর টিকতে পারলেন না। তাসকিন-লিটন জুটির আশা জাগালেও লিটনের আউটের মধ্যে দিয়ে সেই আশা শেষ হয়ে যায়। ৭৩ রান করে সিরাজের বলে আউট হয়ে ফেরেন লিটন।
এর পর তাসকিন অবশ্য স্কোরবোর্ডে কিছু রান যোগের মিশনে খেলতে থাকেন। স্ট্রাইক নিয়ে খেলতে থাকেন তিনি। তিনি তার লক্ষে সফল হলেও পুরোপুরি হতে পারেন নি। ১৪৪ রানেই শেষ হয়ে যায় বাংলদেশের ইনিংস। ১৪৫ রানের লক্ষে ব্যাট করতে নেমেছে ভারত।