বিপিএল ২০২৩ এর শুরুতেই গলদ। আয়োজন নিয়ে অসন্তুষ্ট সাংবাদিক, দর্শক, এমনকি ক্রিকেটাররাও। বিপিএলে এতো দিন পরেও ডিআরএস না থাকা নিয়ে আলোচনা/সমালোচনা তুঙ্গে উঠে গেছে। বিপিএল গভর্নিং কউন্সিল জানিয়েছিলো ডিআরএস না থাকলেও তারা বিকল্প পদ্ধতি ব্যবহার করবে। এতো কিছুর পর আজ ঢাকা ডোমিনেটরস ও খুলনা টাইগার্সের ম্যাচে ঘটলো অন্যরকম এক ঘটনা।
শুরুতে খুলনা টাইগার্স ব্যাট করে ১১৩ রানের সংগ্রহ দাঁড় করায়। ১১৪ রানের লক্ষে ব্যাট করতে নামে ঢাকা ডোমিনেটরসের দুই ওপেনার সৌম্য সরকার ও দিলশান। দুজন দেখে শুনে প্রথম ৫ ওভার শেষ করে। কিন্তু ঘটনার উৎপত্তি ঘটে ষষ্ঠ ওভারে এসে।
খুলনার অধিনায়ক ইয়াসির আলী বোলিংয়ে আনেন স্পিনার নাসুমকে। নাসুম তার নিজের তৃতীয় ওভারের তৃতীয় বলে এলবিডাব্লিউ আউটের আবেদন জানান। এসময় তাকে মোকাবেলা করছিলেন সৌম্য সরকার। নাসুম আবেদন করতেই আম্পায়ার আঙুল তুলে দেন। যা দেখে মোটেও খুশি হননি সৌম্য। আম্পায়ার আঙ্গুল তোলার সাথে সাথেই তিনিও রিভিউ নিয়ে নেন।
রিভিউ নিতেই হলো বিপত্তি। ডিআরএস না থাকায় বিকল্প ডিআরএস দিয়ে দেখা যায় বল আগে হাতের গ্লাভসে লেগেছে একটা সাউন্ড ও লক্ষ করা যায়। কিন্তু রিভিউ দেখে আম্পায়ার আউট বলে দেন। তাৎক্ষণিক সৌম্য আম্পায়ারের সাথে বাকবিতণ্ডায় জড়ান। এসময় তামিম ছুটে এসে সৌম্যর সাথে কথা বলেন। সৌম্যর রেগে যাওয়া দেখে দুই আম্পয়ার তৃতীয় আম্পায়ারের সাথে কথা বলে তাদের সিদ্ধান্ত বদলে নট আউট এর সিদ্ধান্ত জানান। যা দেখে তামিম আবার এর বিরোধিতা করেন। অবশেষে সৌম্যের আউট আর দেয়া হয়নি।
এর পরপরই তেড়েফুঁড়ে খেলতে শুরু করেন সৌম্য। আর তাই ভুল করে বসেন তিনি। ফিরে যান প্যাভিলিয়নে। ১৩ বলে ১৬ রান করে আউট হন তিনি।