আজ মিরপুর একাডেমি মাঠে মাশরাফির সিলেট স্ট্রাইকার্সের অনুশীলনে দেখা গেলো ভিন্ন এক চিত্র। মাশরাফি বিন মোর্তজার ছেলে সাহিল মোর্তাজাকে নিজের হাতেই হাতে খড়ি দিতে দেখা গেলো মাশরাফিকে। একই সাথে বন্ধু নাফিস ইবলের ছেলেকেও প্র্যাক্টিস করিয়েছে মাশরাফি।
অনুশীলনে ব্যাটিং, বোলিং সহ শারীরিক অনুশীলনও করলেন ছেলেকে। এদিন মাশরাফি নিজের ইনজুরির কারণে অনুশীলন না করলেও ছেলেকে করিয়েছেন অনুশীলন। কারণটা পরিষ্কার, আগামীর প্রজন্ম তো তারাই।
৩৯ বছর বয়সী মাশরাফি বিন মোর্তাজাদের যুগ বলতে গেলে শেষের দিকে। পরবর্তী প্রজন্মকে তাই নিজেই গড়ে তোলার কাজটা শুরু করে দিলেন।
বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের মন জয় করছে বাংলাদেশের জাতীয় দলের অনেক ক্রিকেটার। দীর্ঘ ২০ বছরে বাংলাদেশ ক্রিকেটে অনেক ক্রিকেটার পৌঁছে গিয়েছিলেন সেলিব্রেটি পর্যায়ে। দেশ বিদেশে তাদের লাখো ভক্ত সমর্থক তৈরী হয়েছে। প্রিয় ক্রিকেটারের প্রতি তাদের ভালোবাসা ছিলো, আছে, থাকবে। কিছু ক্রিকেটার বাধ্য হয়ে কিংবা বয়সের ভারে ক্রিকেট খেলাটা ছাড়লেও কোনো না কোনো ভাবে ক্রিকেটের সাথে সংযুক্ত আছেন। আবার কেউ কেউ অবহেলার স্বীকার হয়েও ক্রিকেটের সাথে অভিমান করে দূরে চলে গেছেন। তবে যেটাই হোক, সময় তো গড়াচ্ছে , এক প্রজন্ম যাবে আরেক প্রজন্ম আসবে এটাই তো পৃথিবীর নিয়ম। এই নিয়মকে উপেক্ষা করার সাদ্ধ বোধহয় কারোই নেই। তারই একটি প্রতিচ্ছবি দেখা গেলো আজ মিরপুর একাডেমি মাঠে।