মাশরাফি একটা দলের জন্য কি সেটা বাংলাদেশের সবারই জানা। তবুও তাকে নিয়ে কথা বলা যেনো ফুরায় না। ফুরানোর কথাও না! কারণ একটা মানুষের শরীর রক্তে মাংসে গড়া বলেই সে ব্যাথা পায়, আবার ক্লান্তও হয়। কিন্তু মাশরাফির সামনে এই কথাটি যেনো কখনোই ধোপে টেকেনি। জাতীয় দলে দীর্ঘ সময় নেতৃত্ব দিয়ে বিশ্বকে বুঝিয়েছেন তিনি কি পারেন।
সময়ের পরিক্রমায় এখন জাতীয় দলে না খেললেও খেলছেন বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল। বিপিএলের এবারের আসরেও সবাইকে অবাক করে মাঝারি মাপের একটা দলকে গোটা টুর্নামেন্ট জুড়ে তুলে রেখেছেন পয়েন্ট টেবিলের শীর্ষে। তার প্রয়োজন যে ফুরোবার নয় সেটা যেমন জাতীয় দলে থাকতে মানুষ দেখেছে, এখনো সেটা আবারো প্রমান করলেন মাশরাফি।
দুটো ম্যাচে নিজে ক্যাপ্টেন্সি করেন নি। শুধুমাত্র সেই দুটি ম্যাচেই হেরেছে তার দল সিলেট স্ট্রাইকার্স।
শেষ ম্যাচে ইনজুরির কারণে রংপুরের বিপক্ষে খেলতে নামেননি মাশরাফি। সেই ম্যাচে মুশফিক নেতৃত্ব দিলেও দলকে জেতাতে পারেন নি। তাই পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান ধরে রাখতে ইনজুরি নিয়েও আজ দলের সাথে খেলতে নেমেছেন মাশরাফি।
কিন্তু অবাক করার বিষয় হচ্ছে তার যে ইনজুরি তা নিয়ে বোলিং করা তো অসম্ভব। ঠিক তাই, বোলার মাশরাফি বোলিংটাই করেন নি মাঠে। শুধু মাত্র ক্যাপ্টেন্সি করার জন্যই মাঠে খেলতে নামেন মাশরাফি। কারণটা সবারই জানা, মাশরাফি মানেই যেনো একটা লাকের বিষয়। মাশরাফি থাকলেই দল হয় উজ্জীবিত, সিলেট পায় জয়। তাই মাশরাফির বিষয়ে এই বিষয়েও কারো কোনো দ্বিমত নেই।
আজকের ম্যাচে খেলতে নামার আগে দুই দলের খেলোয়াড়েরা মাঠে সাড়িবদ্ধ হয়ে একলাইনে দাঁড়িয়ে তুরস্কের ভূমিকম্পে নিহতদের সম্মানে নীরবতা পালন করে।