অবশেষে গায়ক মেহেদী হাসান মিরাজ হয়ে ক্যামেরার সামনে আসলেন বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ।
আজ মিরপুর একাডেমি মাঠে অনুশীলন শেষে ফেরার পথে নিজের গাড়ি ড্রাইভ করে যাচ্ছিলেন মেহেদী হাসান মিরাজ। এসময় তিনি ড্রাইভ করতে করতে গজল গেয়ে সেটি নেটমাদ্ধমে প্রকাশ করেন।
এর আগে বিভিন্ন সময় মিরাজের নাচের অনেক ভিডিও দেখা গেছে। এবার গজল পরিবেশন করে মিরাজ যেনো প্রমান দিলেন শুধু ক্রিকেট মাঠেরই অলরাউন্ডার নন তিনি, একই সাথে মাঠের বাইরের কাজেও অলরাউন্ডার মিরাজ।
মিরাজ গজলটি প্রকাশ করে তার ক্যাপশনে লেখেন :
সর্বশক্তিমান আল্লাহর শুকরিয়া আদায় করতে পারা নিজেই একটি আশীর্বাদ। আমরা কখনই আমাদের স্রষ্টা আল্লাহকে যথেষ্ট ধন্যবাদ দিতে পারি না, তিনি আমাদের যতখানি আশীর্বাদ করেন।
এর আগে মিরপুর একাডেমি মাঠে ফরচুন বরিশালের হয়ে দলের সাথে অনুশীলন করেন মিরাজ। এবারের বিপিএলে মিরাজ ভালো ফর্মে আছেন। ফরচুন বরিশাল ইতোমধ্যে তাদের প্লেঅফ নিশ্চিত করে ফেলেছে। এবার তারা ফাইনালে জয়ের মিশনেই খেলবে। তাই অনুশীলনে এসে কঠোর ঘাম ঝরিয়েছেন মিরাজ।
অনুশীলনে ব্যাটিং বোলিং ফিল্ডিংয়ের পাশাপাশি নিয়েছেন সিনিয়র ক্রিকেটারদের পরামর্শ। মিরাজ ঘুরিয়ে দিতে পারেন ম্যাচের মোর। তাই কোচদের ও বাড়তি নজর সাথে মিরাজের দিকে।