অবশেষে বিপিএল টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। প্লে-অফের সেরা চার দল থেকে প্রথমেই বাদ পড়লো সাকিব আল হাসানের দল। এবারের বিপিএলের প্রথম থেকেই বরিশাল দুর্দান্ত পারফর্ম করেছে। বলা চলে প্রত্যেক ম্যাচেই অধিনাকয়ক সাকিব পারফর্ম করেছেন। কিন্তু বরিশালে সাকিবকে যিনি সবচাইতে ভালো সঙ্গ দিয়েছিলেন সেই পাকিস্তানী ইফতেখার দল থেকে চলে যেতেই দলের দুর্বলতা প্রকাশ পায়।
বরিশাল দলের হয়ে ভালো পারফর্ম করা আরেক ক্রিকেটার হলেন পাকিস্তানের ইফতেখার আহমেদ। নিজ দেশে পিএসএল থাকায় তাকেও চলে যেতে হয়েছে। এর পরেই যেনো খেই হারিয়ে ফেলে বরিশাল। সাকিব দলকে তুলেছেন প্লে-অফে, কিন্তু প্লে-অফের প্রথম ম্যাচেই তাকে হার মেনে নিতে হয়েছে নুরুল হাসান সোহানের কাছে ।
এদিন বরিশালের হয়ে সর্বোচ্চ ৬৯ রান করেছেন মেহেদী হাসান মিরাজ। বরিশাল শেষ ৫ ওভারে ধীরো গতিতে রান তোলায় ১৭০ রানের বেশী করতে পারেনি তারা। হাতে ৭ উইকেট থাকতেও এমন হওয়ার কারণ একটাই বলা যেতে পারে, সেটা হচ্ছে দলে নতুন বিদেশী খেলোয়াড়রা।
ডোয়েন প্রিটোরিয়াস, ভানুকা রাজাপাকসে, আন্দ্রে ফ্লেচার কেউই আসলে বলার মতো পারফর্মেন্স করতে পারেননি। ফলে বরিশালকে প্রথম এলিমেনেটর থেকে বিদায় করে রংপুর ৪ উইকেটর জয় নিয়ে টুর্নামেন্টে টিকে রইলো।
ফরচুন বরিশাল দলের হয়ে আজ শেষ মাঠকে খেলছেন যারা:
সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, এনামুল হক বিজয়, কামরুল ইসলাম রাব্বি, খালেদ আহমেদ, সানজামুল ইসলাম, ডোয়েন প্রিটোরিয়াস, করিম জানাত, ভানুকা রাজাপাকসে, আন্দ্রে ফ্লেচার