সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ এ ব্যক্তিগত পারফর্ম্যান্সের কারণে মোস্ট ভ্যালুয়েবল দল ঘোষণা করেছে আইসিসি। বাবর আজম ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন। তবে এইবার সেই বাবরকে দেখা যেতে পারে একসময়ের স্বনামধন্য ক্লাব মোহামেডানে! ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের আসন্নবর্তী মৌসুমে খেলার সম্ভাবনা রয়েছে পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজমের। তার সঙ্গে প্রাথমিক আলোচনা চলছে মোহামেডান এর । তবে এখন অব্দি চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌছাতে পারে উভয়পক্ষ! এই তথ্যটি গতকাল মিডিয়াকে নিশ্চিত করেছেন মোহামেডানের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুুজ্জামান সাহেব।
আগামী বছর মার্চে শুরু হওয়ার কথা প্রিমিয়ার লিগের খেলা। তার আগেই অংশগ্রহণ করা দলগুলো ঘর গোছানো প্রায় শেষ এর পথে। শিরোপা জেতার লক্ষ্যেই আসন্ন ডিপিএলের জন্য এবার শক্তিশালী দল গঠন করেছে মোহামেডান। সাকিব আল হাসানের পর মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সৌম্য সরকার ও তাসকিন আহমেদদের মতো খেলোয়াড়দের দলে ভিড়িয়েছে একসময়ের জনপ্রিয় মোহামেডান। এই তালিকায় যুক্ত হওয়ার কথা পাক অধিনায়ক বাবর আজমের নাম ও। মূলত মোহামেডান স্পোর্টিং ক্লাব চাইতেছে বিদেশি কোটায় পাকিস্তান অধিনায়ক বাবরকে খেলাতে। এজন্য বাবরের সঙ্গে আলোচনাও শুরু করেছেন মোহামেডান কর্তারা।
মাসুদুজ্জামান বলেন : ” বাবর আজমের সঙ্গে আমাদের আলাপ-আলোচনা চলছে। এখন পর্যন্ত কোনোকিছু চূড়ান্ত হয়নি, তবে আলোচনা চালিয়ে যাচ্ছি। আমাদের লিগ যখন হবে তখন যদি পাকিস্তান জাতীয় দলের কোনো খেলা না থাকে তাহলে বাবর আসতে পারে মোহামেডানে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। “
পর্যাপ্ত সময় না থাকায় গত আসরে টি-টোয়েন্টি ফরম্যাটে হয়েছিল ডিপিএল। তবে আসন্ন মৌসুম দিয়ে ফের ওয়ানডেতে ফিরতে পারে এই আসর ; এটি হওয়ায়র যথেষ্ট পরিমাণ সম্ভাবনা আছে । তবে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস ( সিসিডিএম ) এখনো নিশ্চিত করতে পারেনি – এবার কতজন বিদেশি খেলোয়াড় দলে রাখতে পারবে ডিপিএলে অংশগ্রহণকারী ক্লাবগুলো।
এখানে উল্লেখ্য যে, মোহামেডানের হয়ে এবার যারা বাইশ গজে প্রতিনিধিত্ব করবেন তারা হলো : –
পারভেজ হোসেন ইমন , আব্দুল মজিদ , রনি তালুকদার, মাহমুদউল্লাহ রিয়াদ , সৌম্য সরকার , মেহেদী হাসান মিরাজ , শুভাগত হোম, সোহরাওয়ার্দি শুভ, নাজমুল ইসলাম অপু, রুবেল মিয়াভ, সাগর (উইকেটরক্ষক) , আবু জায়েদ চৌধুরী রাহি , হাসান মাহমুদ , তাসকিন আহমেদ , ইয়াসিন আরাফাত মিশু , শাকিল ( উইকেটরক্ষক ) , এনামুল, সালাউদ্দিন শাকিল , সাকিব আল হাসান , মুশফিকুর রহিম , আরিফুল ইসলাম ( অনূর্ধ্ব-১৯ মিডল অর্ডার ব্যাটসম্যান ), ইমন (অনুর্ধ্ব-১৯ লেগ স্পিনার)।
সবশেষ দেশের একজন ক্রিকেটপ্রেমিক হিসেবে এটাই প্রত্যাশা থাকা উচিত – বাবরের মতো ক্রিকেটাররা যেনো এদেশের ঘরোয়া লিগে নিয়মিত হয় ; এতে করে দিনশেষে লাভটা বাংলাদেশ ক্রিকেট এর – ই হবে!