জমকালো আয়োজনের মধ্যে দিয়ে শেষ হলো বিপিএলের সমাপনী অনুষ্ঠান । এদিন আগেই বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছিলো বিকেল ৩টা থেকে শুরু হয়ে ৫টা ৪০ পর্যন্ত এই অনুষ্ঠান চলবে । কিন্তু নির্ধারিত সময়ের ১৫ মিনিট পরে ৩:১৫ মিনিটের সময় বিপিএল এর উপস্থাপিকা পামেলা অনুষ্ঠান সূচী ঘোষণা করে।
এর পর প্রথমেই পারফর্ম করতে স্টেজে ওঠে মাকসুদ ঢাকা। প্রথমে মাকসুদ তার বিখ্যাত মৌসুমী গান দিয়ে অনুষ্ঠান শুরু করে। এর পর একের পর এক নিজের বিখ্যাত গানগুলো তিনি গাওয়া শুরু করেন। গ্যালারিতে দর্শক গানের তালে তালে নাচতে শুরু করে। মাকসুদ একেক ৫টি গান গেয়ে তার বিখ্যাত গান “মেলায় যাইরে” দিয়ে তার পারফর্ম শেষ করেন।
এর পর স্টেজে আসে ওয়ারফেজ। ওয়ারফেজ হতাশা, যত দূরেই থাকো ও বসে আছির মত সুপারহিট গান গুলো পরিবেশন করে। ৪:৪৫ মিনিটে ওয়ারফেজ বসে আছি গানের মাদ্ধমেই তাদের পারফর্মেন্স শেষ করে।
অনুষ্ঠানের শুরুর দিকে খুব একটা দর্শকও মাঠে ছিলো না কিন্তু ধীরে ধীরে দর্শক পূর্ন হতে থাকে মাঠে। সব শেষ দর্শকদের প্রতীক্ষার অবসান ঘটে। শেষে পারফর্ম করতে আসে গুরু জেমস। জেমস মাঠে ঢুকতেই দর্শকসহ মাঠে উপস্থিত সকলের চিৎকার শুনেই বোঝা যাচ্ছিলো কে আসলে স্টেজে উঠতে যাচ্ছে।
জেমস প্রথমেই কবিতা গান দিয়ে তার পারফর্ম শুরু করেন। সাথে সাথে দর্শক উন্মাদনা বেড়ে যায়। আয়োজক কমিটি থেকে শেখ সোহেল ও বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী স্টেজের পাশে বসেই এই পরিবেশন উপভোগ করেন।
সবশেষ জেমসের বিখ্যাত সব গান গুলোর মধ্যে দিয়েই অনুষ্ঠান শেষ হয়। গুরু ঘর বানাইলা কি দিয়া, মা, সুলতানা বিবিয়ানা, চালচালে (হিন্দি) ও মিরাবাই এর মত সুপার হিট গান দিয়ে বিপিএল সমাপনী অনুষ্ঠানের ইতি টানেন জেমস।