শেষবারের মত স্কোয়াড ঘোষণা করেছেন নান্নু। নান্নু বলেন “আমরা হতাশার একটা বিশ্বকাপ শেষ করেছি। এখন নতুন করে পথ চলা। আমাদের টি-২০ দল এর আগেও ভালো খেলেছে কিন্তু এমন পারফর্মেন্স আমাদেরকে হতাশ করেছে। বিশ্বকাপের দল থেকে ৬ জনকে বাদ দিয়ে দল সাজানো হয়েছে।
বিসিবি যে দল ঘোষণা করেছে সেখানে নেই মুশফিকুর রহিম। ঠিক কি কারণে মুশফিককে বাদ দেয়া হলো জানতে চাওয়া হয় নান্নুর কাছে। নান্নু জানান সামনে ব্যাক টু ব্যাক টি-টুয়েন্টি সিরিজ রয়েছে তাই এই মুহূর্তে মুশফিকের মত একজনের ভালো মানের প্লেয়ারকে বোর্ড বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
টি-টুয়েন্টি দলের একদম নতুন মুখ আকবর আলী। ঠিক কি দেখে পাকিস্তানের বিপক্ষে একজন খেলোয়াড়ের ডেবু করানো হচ্ছে জিজ্ঞেস করলে নান্নু বলেন “দলে এই মুহূর্তে উইকেট কিপার সোহান ছাড়া আর কেউ নেই। তাই একজন খেলোয়াড়ের ইনজুরির কথা মাথায় রেখে আকবর আলীকে নেয়া হয়েছে। ওকে যে খেলানো হবেই এমনটা নয়। টিম ম্যানেজমেন্ট মনে করলে খেলাতেও পারে। নান্নু জানান মূলত উইকেট কিপিং এর বিষয়টা মাথায় রেখেই আকবরকে দলে নেয়া হয়েছে।
নান্নু বলেন সবাইকে আমরা নজরে রেখেছি। সামনে বিপিএল আছে, কেউ ভালো করলে সেটা আমরা দেখবো।
সাকিব দলে যোগ দিবেন কি না অথবা সাকিবের সাথে বোর্ডের কোনো যোগাযোগ হয়েছে কি না জানতে চাইলে নান্নু বলেন “সাকিব টি-টুয়েন্টি সিরিজে থাকছেন না। তবে সামনে টেস্ট সিরিজ রয়েছে সেখানে তিনি কবে থেকে যোগ দিবেন এ বিষয়ে তার সাথে কথা বলবো আমরা “
পাকিস্তানের বিপক্ষে বাংলদেশের টি-টোয়েন্টি স্কোয়াড:
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাইফ হাসান, নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি, আমিনুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, শামীম হোসেন পাটোয়ারী, নাসুম আহমেদ, ইয়াসির আলি রাব্বি, শহিদুল ইসলাম এবং আকবর আলী।