বাংলাদেশ বনাম ইংল্যান্ড এর মদ্ধেকার দ্বিতীয় এক দিনের ম্যাচে টসে জিতে বাংলাদেশে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ দল দ্বিতীয় ম্যাচে অপরিবর্তীত একাদশ নিয়ে মাঠে নামছে। অন্য দিকে ইংল্যান্ড দলে এসেছে দুটি পরিবর্তন। ক্রিস ওকসকে বাদ দিয়ে দলে নেয়া হয়েছে শ্যাম কারানকে। এছাড়া জফরা আর্চারকে বদলে সাকিব মাহমুদকে দলে নেয়া হয়েছে।
শুরুতে ইংল্যান্ড এর দুই ওপেনার ফিল সল্ট ও জেসন রয় দেখেশুনে খেলে প্রথম ছয় ওভারে ২৫ রান তোলে। সপ্তম ওভারে তাসকিন নিজের দ্বিতীয় ওভারে তুলে নেন উইকেট। তাসকিনের একটি বল ফিল সল্ট এর এজ হয়ে ভেসে উঠলে দারুন এক ক্যাচ ধরেন নাজমুল হোসেন সান্ত। ১৫ বলে ৭ রান করে ফেরেন ফিল সল্ট।
এর পর আগের ম্যাচে শত রান করা ডেভিড মালান উইকেটে আসেন। তিনি মাত্র ১১ রান করে মেহেদী হাসান মিরাজের ঘুর্নিতে এল্ভিডাভ্লিউ হয়ে ফেরত যান। এর পর জেমস ভিন্স ও উইকেটে এসে টিকতে পারলেন না। তিনি মাত্র ৫ রান করে তাইজুলের বলে মুশফিকের হাতে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন।
এর পর অধিনায়ক জস বাটলার ব্যাটিং করতে এসে উইকেটে থিতু হয়ে যান। একদিকে জেসন রয় আর অন্য দিকে বাটলার দুজনেই সাবলীল ব্যাটিং করছিলেন। জেসন রয় দারুন খেলে নিজের শতক পুরন করে ফেলেন। দুজনের কেউই যেনো কোনো বোলারকেই ধরা দিতে রাজি নয়।
তবে এই জুটি ভাংতে পেরেছিলেন অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান । তার দুরদান্ত এক ডেলিভারীতে জেসন রয় ১৩২ রানে থেমে যান। রয় ১২৪ বলে ১৮ টি চার ও ১টি ছয় এর সাহাযে ১৩২ রান করেন। তবে রয় আউট হয়ে ফিরতে না ফিরতেই আবারো আরেক উইকেটের পতন। মাত্র ১ রান করে তাসকিনের বলে সাকিবের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি ।
এর পর উইকেটে আসেন মঈন আলী। অধিনায়কের সাথে মঈন আলী ভালোই সংগ দিচ্ছিলেন। এর মদ্ধ্যে অবশ্য বাটলার নিজের অর্ধশত রান পুরন করে ফেলেন। বাটলার ফিফটি হাকিয়ে মারমুখী ব্যাটিং শুরু করেন মিরাজের এক ওভারের প্রথম দুই বলে দুটি ছক্কা হাকান। পরেই বলেই মিরাজ দুর্দান্ত ক্যাচ নিয়ে বাটলারকে সাজঘরে পাঠান।
বাটলার ফেরার পর শ্যাম কারেন ব্যাটিং করতে আসেন। শেষ দিকে মঈন আলীর ৪২ আর শ্যাম কারেনের ৩৩ রানে ভর করে ৩২৬ রান তোলে ইংল্যান্ড। ৩২৭ রানের লক্ষ ছুড়ে দেয় বাংলাদেশকে।
বাংলাদেশ একাদশে খেলছেন যারা :
তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসাইন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, আফিফ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম
ইংল্যান্ড একাদশে খেলছেন যারা :
জেসন রয়, ফিল সল্ট, ডেবিড মালান, জেমস ভিন্স, জস বাটলার, উইল জ্যাক্স, মঈন আলী, শ্যাম কারেন, আদিল রাশিদ, সাকিব মাহমুদ, মার্ক উড