রবিবার সকাল বেলা হাথুরুসিংহে মাঠে এসেই পিচ কিউরেটর গামিনীর সাথে দীর্ঘ আলাপ করেন। ১৪ জুন শুরু হচ্ছে বাংলাদেশ বনাম আফগানিস্তান একমাত্র টেস্ট। আর সেই টেস্টকে সামনে রেখে ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট দল তাদের অনুশীলন অনেকটা শেষ করেছে। আজ থেকে আফগানিস্তান ক্রিকেট দলের ও অনুশীলন শুরু। তাই সকাল বিকাল দুই ভাগে দুই দলের অনুশীলন হয়। আজ দিনের প্রথম ভাগে অর্থাৎ নির্ধারিত সময় সকাল নয়টায় ক্রিকেটারেরা মাঠে অনুশীলনে আসে।
সকলবেলায় প্রথমেই হাথুরু সিংহেকে দেখা যায়। কোচ হাথুরুসিংহে পিচ কিউরেটর গামিনীর সাথে দীর্ঘ আলাপে আপনার বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় তারা কি নিয়ে আলোচনা করছে। হ্যা আপনার ধারণা ঠিক তারা আসলে আফগানিস্তান টেস্ট সিরিজকে সামনে রেখে পিচ কেমন হবে সেটা নিয়েই গভীর আলোচনায় মনগ্ন। এ সময় হাথুরুসিংহেকে পিচে হাটু গেড়ে বসে হাত দিয়েও পিচ পরীক্ষা করতে দেখা যায়। এর পর গামিনীকে দেখা যায় পিচে বল ড্রপ করে পরীক্ষা করতে।
আফগানিস্তান বনাম বাংলাদেশ ম্যাচে পিচ যে একটা বড় ফ্যাক্টর সেটা সবারই জানা কারণ আফগানিস্তানের স্পিন আক্রমণের সামনে কেমন পিচে খেলবে বাংলাদেশ সেটাই এখন বড় ভাবনা। তাই এ বিষয়ে দীর্ঘ আলোচনা করেন কোচ হাথুরু।
তাদের আলোচনা শেষ হতে না হতেই সেখানে উপস্থিত হয় স্পিন কোচ রঙ্গনা হেরাথ ও অ্যাসিস্ট্যান্ট কোচ নিক পথাস। নিক-হাথুরুর সাথে আলোচনা করেন অন্যদিকে রঙ্গনা হেরাথ গামিনীর সাথে পিচ্ নিয়ে খুঁটিনাটি বিষয় আলোচনা শুরু করেন। তাকেও পিচে বসে আঙ্গুল দিয়ে টিপে টিপে পিচ পরীক্ষা করতে দেখা যায়। যা দেখে আপনার মনে হতেই পারে আসলেও কি পিচ নিয়ে অনেক বেশি ভাবনায় বাংলাদেশ?
সব শেষ নাফিস ইকবাল, গামিনি, হেরাথ, হাথুরু ও নিক পথাস পিচ নিয়ে নিশ্চই কোনো ডিসিশনে পৌঁছে মাঠ ছাড়েন।