শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:১৬ অপরাহ্ন

অ্যারণ ফিঞ্চ দ্যা চ্যাম্পিয়ন!

আকাশ দাশ সৈকত
  • Update Time : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ২৮৮ Time View

মরুর বুকে বিশ্বকাপের বিশ্বউন্মাদনা শেষ হয়ে গত রবিবার রাতেই। সেই বিশ্বকাপে নিউজিল্যান্ডের স্বপ্ন ভেঙে সেইদিন মার্শ ঝড়ে ৮ উইকেটের বিশাল জয় নিয়ে চ্যাম্পিয়ন দল হিসেবে মাঠ ছেড়েছিলো টিম অস্ট্রেলিয়া। আর সেই চ্যাম্পিয়ন দলের অধিনায়ক অ্যারণ ফিঞ্চকে হায়তো একটি কারণে ইতিহাসের পাতায় লিখে রাখবে পুরো অস্ট্রেলিয়াবাসী কিংবা পুরো ক্রিকেটবিশ্ব। কারণ টাও খুব সোজা আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম অস্ট্রেলিয়ান অধিনায়ক হিসেবে বিশ্বকাপের ওই সোনালি শিরোপটা যে উঠেছে তারই হাতে।

অধিনায়কের পাশাপাশি খেলোয়াড়ী জীবনে ডান হাতি ব্যাটিং করা এই অজি মারকুটে ওপেনার ব্যাটসম্যানের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ২০১১ সালে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সেইদিন অভিষেকের পর এখন পর্যন্ত দেশকে প্রথমবারের মতো শিরোপার স্বাদ এনে দেওয়া ক্রিকেটের ছোট সংস্করণের এই ফরম্যাটে খেলেছেন ৮৩টি ম্যাচ রান করেছেন প্রায় ৩৬ গড়ে ২৬০৮ নামের পাশে রয়েছে ২টি সেঞ্চুরির সাথে ১৫টি অর্ধশতক।

অন্যদিকে ২০১৩ সালে অস্ট্রেলিয়ার জার্সিতে প্রথমবারের মতো একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে তার। সেইদিনের অভিষেকের পর এখন পর্যন্ত অজিদের সেই বিশ্ব বিখ্যাত হলুদ জার্সিতে ১৩২টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে প্রায় ৪২ গড়ে রান করেছেন ৫২৩২। যেখানে রয়েছে ১৭টি সেঞ্চুরির সাথে আছে প্রায় ২৯টি অর্ধশতক। ছিলেন ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের অন্যতম সদস্য। ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্যারিয়ারে ফিঞ্চ রঙ্গিন থাকলেও বড্ড বেরঙ্গিন ক্রিকেটের দীর্ঘ ফরম্যাট আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে তাইতো সেই ফরম্যাটে অভিষেকটাও হয়েছে অনেক দেরিতে। ২০১৮ সালে টেস্ট ক্যারিয়ারে অভিষেকের পর সুযোগ পেয়েছেন মাত্র ৫টি টেস্টে যেখানে কোন সেঞ্চুরি না থাকলেও ছিলো ২ টি অর্ধশতক। আর ওই ৫ টেস্টে রান করেছেন মাত্র ২২৮।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ ১৫৬ রানের রেকর্ডটি অনেকদিন নিজের নামে রেখেছিলেন ফিঞ্চ। তবে পরে অবশ্য সেই রেকর্ড ভেঙে দিয়েছিলো আফগানিস্তানের হাসমতউল্লাহ জাজাই। তাছাড়া স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে আর মাত্র ২০ রান করতে পারলে দ্বিতীয় অস্ট্রেলিয়ান ব্যাট হিসেবে রেকর্ড গড়বেন ১০ হাজার রানের মাইলফলক!

১৯৮৬ সালের আজকের এইদিনে (১৭ই নভেম্বর) অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশের কৌল্যাক নামক শহরে জন্মগ্রহণ করেন সময়ের সেরা এই আলোকিত অধিনায়ক এবং ব্যাটসম্যান আজ তার ৩৬তম জন্মদিন।

জন্মদিনের এই শুভদিনে ফিঞ্চকে জানাই অভিনন্দন এবং আগামীর জন্য শুভকামনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Cricket Today
Theme BY Cricket Today