আজই শেষ হলো পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। আবার আজ পাকিস্তানের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এর অন্তর্ভুক্ত দুই ম্যাচ সিরিজের টেস্ট এর মধ্যে প্রথম টেস্টের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
টেস্ট টিমে প্রথমবারের মতো ডাক পেয়েছেন দুজন ক্রিকেটার। এই দুজন ক্রিকেটার হলেন : – ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয় ও ডানহাতি পেসার রেজাউর রহমান রাজা। টেস্ট স্কোয়াডে এই দুই নতুন চমক ছাড়াও রয়েছেন এখন পর্যন্ত টেস্ট অভিষেক না হওয়া ইয়াসির আলী রাব্বি। ইয়াসির আলী রাব্বি এর আগেও টেস্ট স্কোয়াডে থাকলেও মূল একাদশে জায়গা পাননি।
স্কোয়াডে সাকিব-আল-হাসান’কে রাখা হয়েছে তবে তার খেলা বা না খেলা নির্ভর করছে সম্পূর্ণতার ফিটনেস এর উপর!
স্কোয়াডে নাই জিম্বাবুয়ের বিপক্ষে সব শেষ টেস্ট দলে থাকা তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তামিম ইকবাল খান ও মাহমুদুল্লাহ রিয়াদ! তাসকিন, তামিম ইকবাল ও শরিফুলের মূলত রয়েছে ইনজুরিজনিত সমস্যা। মাহমুদুল্লাহ রিয়াদ এর টেস্ট দলে না থাকার পেছনে রয়েছে কারণ : – তিনি টেস্ট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নিয়ে ফেলেছেন।
প্রথমবারের মতো টেস্ট দলে ডাকা পাওয়া সর্বশেষ অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী দলের সদস্য মাহমুদুল হাসান এ পর্যন্ত ৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ; ১০ ইনিংসে ২ সেঞ্চুরি ও ১ হাফ সেঞ্চুরিতে তার রান ৪৬০ ; সর্বোচ্চ ইনিংস ১২১। বর্তমানে চলমান জাতীয় লিগেই দুটি সেঞ্চুরি করেছেন মাহমুদুল জয়। চট্টগ্রাম বিভাগের হয়ে খেলা জয় ঢাকা মেট্রোর বিপক্ষে ১১২ ও ২৯ রান করেন। এরপর বরিশাল বিভাগের বিপক্ষে ১২১ রানের ইনিংস তিনি।
অন্যদিকে, সবথেকে বড় আলোড়ন সৃষ্টি করেছে স্কোয়াডে জায়গা পাওয়া ডানহাতি পেসার রেজাউর রহমান রাজা ঘরোয়া ক্রিকেট নিয়মিত পারফর্ম করে আসছেন। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও করতে জানেন তিনি। ২২ বছর বয়সী এই পেসার চলমান জাতীয় লিগে দারুণ বোলিং করে আসছেন। খুলনা বিভাগের বিপক্ষে ম্যাচে ৮ উইকেট নিয়েছেন রেজাউর রাজা। তিনি আগেই চলে গেছেন চট্টগ্রামে। যেখানে জাতীয় দলের টেস্ট খেলোয়াড়দের অনুশীলনে নেট বোলার হিসেবে ছিলেন তিনি। তবে শেষ মুহূর্তে তাসকিন আহমেদ ছিটকে পড়ায় সুযোগ পেয়ে গেছেন স্কোয়াডে। ১০ ম্যাচে তার উইকেট ৩৩টি।
★. সকল পাঠকদের জ্ঞাতার্থে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে স্কোয়ারড দেওয়া হল : – মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী ,নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহী, ইবাদত হোসেন, মাহমুদল হাসান জয় ও রেজাউর রহমান রাজা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী শুক্রবার ( ২৬ নভেম্বর ) থেকে শুরু হবে টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরে এটিই বাংলাদেশের প্রথম ম্যাচ। পরে ৪ ডিসেম্বর থেকে হবে ঢাকায় হবে দ্বিতীয় ও শেষ ম্যাচ।