ব্যর্থতার বৃত্ত থেকে কোনো রকমেই বাহির হতে পারছে না টাইগাররা ; একের পর এক ব্যর্থ, একের পর এক হতাশাময় হতাশাময় দিন পার করছে টাইগার শিবির। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে চরমভাবে পরাজয়ের পর আজ পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রামের মাটিতে প্রথম টেস্টে শোচনীয় পরাজয়ের মুখোমুখি হয়েছে মমিনুল হকের দল। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মমিনুল হক তীর ছুড়েছেন ব্যাটসম্যানদের দিকে ; তার মতে প্রথমদিকে টপ অর্ডার ব্যাটসম্যানরা খুব দ্রুত ফেইল করছে বলেই দলের এই অবস্থা! সাম্প্রতিক পারফরম্যান্সের ভিত্তিতে এটি বলা যায় যে – আসলে ও মমিনুল হকের কথাটা যথেষ্ট যুক্তিযুক্ত।
আজ চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে পরাজয়ের পর এরপর দ্বিতীয় মিশন বাংলাদেশের মিরপুরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও সর্বশেষ টেস্ট। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট ম্যাচের জন্য বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করা হয়েছে ; আগামী ৪ ডিসেম্বর থেকে মিরপুরে শুরু হবে সর্বশেষ এই টেস্ট ম্যাচ।
বিসিবি কর্তৃক ঘোষিত স্কোয়াডে ফিরেছেন দেশবরেণ্য ও বিশ্ববরেণ্য অলরাউন্ডার সাকিব আল হাসান ; সাকিব চোটের কারণে টি-টোয়েন্টি সিরিজ ও চট্টগ্রাম টেস্টে খেলতে পারেননি। এছাড়া চোটে পড়া পেসার তাসকিন আহমেদ ; তিনিও চোট কাটিয়ে ফিরেছেন স্কোয়াডে।
এবার আরো একটি বড় চমক দেখালো বিসিবি নির্বাচকেরা! এবার প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে ডাক পেলেন ওয়ানডেতে নিয়মিত মুখ নাঈম শেখ! ঢাকা টেস্টে বাংলাদেশের স্কোয়াডে সদস্য ২০ জন।
আজ প্রথম টেস্ট শেষ হলেও এখনও পাকিস্তান ও বাংলাদেশে উভয় দলই চট্টগ্রামের মাটিতেই অবস্থান করছে। বুধবার ( পহেলা ডিসেম্বর ) দুপুরে চাটার্ড ফ্লাইটে একটি ফ্লাইটে স্বাগতিক ও সফরকারী দল একসাথে ঢাকার মাটিতে পা রাখবে।
সকল দর্শকদের জ্ঞাতার্থে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য ঘোষণাকৃত বাংলাদেশ স্কোয়াড নিম্নে দেওয়া হল : – মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, আবু জায়েদ চৌধুরী রহাঈ, নাঈম হাসান, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা, খালেদ আহমেদ, শহিদুল ইসলাম ও নাঈম শেখ।