আর মাত্র কিছু সময় এর অপেক্ষা! তারপর-ই শুরু হতে চলেছে পাকিস্তান ও বাংলাদেশের বিশ্বকাপ পরবর্তী মিশন।
আজ বেলা ২ ঘটিকায় শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি।
বিশ্বকাপ এর আক্ষেপ ভুলে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে জয়ের ধারায় ফিরতে মরিয়া রিয়াদ বাহিনী। মুশফিক – তামিম এর শূন্যতায় নড়বড়ে ব্যাটিং লাইনআপ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। এরপর আবার বিশ্বসেরা অলরাউন্ডার ও নাই। উপরন্ত, সাম্প্রতিক পারফর্ম বিবেচনায় বাংলাদেশের চেয়ে বাবর আজম বাহিনী এগিয়ে থাকলেও মিরপুরের মাটিতে ক্রিকেটের অতীত রেকর্ড কেবল লাল সবুজ বাহিনীর হয়ে কথা বলছে।
কেমন হতে পারে আজকের একাদশ ? চলুন কিছুটা অনুমান করা যাক!
আজকের ম্যাচে অভিষেকের অপেক্ষায় ইয়াসির আলী রাব্বি ও সাইফ হাসান।
★. টাইগারদের সম্ভাব্য একাদশ :
১.নাঈম শেখ
২.সাইফ হাসান
৩.নাজমুল শান্ত
৪.ইয়াসির রাব্বি
৫.আফিফ হোসেন
৬.মাহমুদউল্লাহ রিয়াদ
৭.নুরুল হাসান সোহান
৮.শেখ মাহেদী হাসান
৯.নাসুম আহমেদ
১০.মুস্তাফিজুর রহমান
১১.তাসকিন আহমেদ
অন্যদিকে বাংলাদেশের মতো পাকিস্তানের ও বিশ্বকাপ পরবর্তী প্রথম মিশন এটা!
যদিও বা পাকিস্তান ম্যাচের আগে সাহসিকতার পরিচয় স্বরুপ
১২ জনের নাম ঘোষণা করে দিয়েছে তাই তাদের একাদশটা খুব সহজেই অনুমান করা সম্ভব!
★. পাকিস্তানের সেরা একাদশ হলো :
১. বাবর আজম
২.মোহাম্মদ রিজওয়ান
৩.ফখর জামান
৪.হায়দার আলী
৫. শোয়েব মালিক
৬.খুশদিল শাহ
৭.মোহাম্মদ নওয়াজ
৮.সাদাব খান
৯. হাসান আলি
১০.শাহিন শাহ আফ্রিদি
১১.হারিস রউফ