জয়ের কী দারুণ সম্ভাবনাই তা তৈরি করেছিল মাহমুদউল্লাহ রিয়াদের দল। ফাখর জামান আর খুশদিল শাহকে পরপর দুই ওভারে ফিরিয়ে দিয়ে সে সম্ভাবনাটা আরো জোরালো করেছিল টাইগাররা।
পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে এক অপার সম্ভাবনা তৈরি করেছিল মাহমুদুল্লাহ রিয়াদের দল। বাংলাদেশের মতো পাকিস্তান ও পাওয়ার প্লেতে যথারীতি তুলনামূলকভাবে ব্যর্থ। ফখর জামান ও খুষদিল শাহ’কে পর পর দুই ওভারে ফিরিয়ে দিয়ে সম্ভাবনাটা আরো জোরালো করেছিল লালসবুজ বাহিনী। তবে দিন শেষে সেই জয়ের সম্ভাবনা টা মাটিতে মিশে গেছে।
মিরপুরের মাটিতে মামুলি টার্গেট ১২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তান ২৪ রানে চারজন ব্যাটসম্যানকে হারিয়ে সর্বস্বান্ত হয়ে বসে।
তখন ম্যাচে দারুণভাবে ফিরে এসেছিল টাইগাররা। তবে এ খাদের কিনারা থেকে দলকে টেনে তোলেন ফখর জামান ও খুষদিল শাহ। এ দুজন মিলে পার্টনারশিপ গড়েন 56 রানের। এ দুজনের পারফেক্ট ব্যাটিং বাংলাদেশকে ম্যাচটা থেকে বের করে দেয়।
আশি রানের মাথায় ফখর জামান আউট হওয়ার পর ৯৬ রানের মাথায় ফিরে যান আরেকজন সেট ব্যাটসম্যান খুশদিল শাহ। শরিফুল ইসলামের বলটিকে ব্যাটের কানায় লাগিয়ে খুশদিল জমা দেন উইকেটের পেছনে নুরুল হাসান সোহানের হাতে। ৩৫ বলে ৩৪ রান করেন এই ব্যাটসম্যান। এই দু’জন আউট হওয়ার পর জয়ের বাকি কাজ সেরে ফেলেন শাদাব খান আর মোহাম্মদ নওয়াজ।
ম্যাচ হারার কারণ হিসেবে ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে এসে রিয়াদ বলেন : ” যখন আমরা টস জিতে ব্যাটিং নিয়েছি তখন উইকেট বেশ ভালো মনে হয়েছিল। কিন্তু এখানে বোলারদের জন্যও সহায়ক ছিলো। এটাকে অজুহাত বলছি না। তবে ব্যাট হাতে আরও ভালো পারফরম্যান্স করা উচিৎ ছিলো।’
অন্যদিকে আমিনুল ইসলাম বিপ্লবকে যথাসময়ে বোলিংয়ের নানা কারণ হিসেবে রিয়াদ বলেন : ” পরিকল্পনা ছিল বোলিং করানোর। দুইজন বাঁহাতি ব্যাটার থাকার কারণে আমাকে বোলিং করতে হয়। “