বিশ্ব ক্রিকেটের জমজমাট ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের জন্য দিনক্ষণ চুড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
ঘরের মাঠে চলছে পাকিস্তান সিরিজ এরপর বাংলাদেশ জাতীয় দলের গন্তব্য কিউই রাজ্য নিউজিল্যান্ডে। তবে এইদিকে করোনা মহামারির কারণে গত দুই বছর অনুষ্ঠিত না হওয়া বাংলাদেশের ঘরোয়া লিগগুলোর মধ্যে অন্যতম ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেট লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)অষ্টম আসর আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যার জন্য ইতিমধ্যে দিনক্ষণ ও চুড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন সুজন আসন্ন বিপিএলের দিনক্ষণ নিয়ে গণমাধ্যমকে জানান, “আমরা এখন পর্যন্ত যেটা সিদ্ধান্ত নিয়েছি ২০ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিপিএলের স্লট রাখা আছে। এর মধ্যেই আমরা বিপিএল শেষ করব”।
আগে থেকে বলা হয়েছিলো আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দলের ব্যস্থ সূচীর কারণে বিপিএল অষ্টম আসরে কমতে পারে দলসংখ্যা তবে এমন প্রসঙ্গে বিসিবির এই কর্মকর্তা জানান, “আগামী ৫ তারিখ পর্যন্ত সময় আছে। ততদিন পর্যন্ত ওয়েট করি।
এইদিকে বিশ্বের বিভিন্ন দেশে করোনার নতুন ধরণ ওমিক্রন শনাক্তের পর বিভিন্ন দেশের সাথে যাতায়াত বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সরকার। যার কারণে বিপিএল অনুষ্ঠিত হওয়ার সময় বিদেশি খেলোয়াড়দের নিয়ে কোন প্রভাব পড়বে কিনা এই প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের দেশে তো স্বাভাবিক ভাবে চলছে। ওটার (ওমিক্রন) প্রভাব সেভাবে পড়ে নাই। যদি সরকারের কাছ থেকে পরে কোনো নিষেধাজ্ঞা আসে বিদেশি খেলোয়াড়দের ভ্রমণের ব্যাপারে। তখন বিষয়টাকে এখন যেভাবে চিন্তা করছি, তখন হয়তো কিছু ফাইন টিউনিং করতে হবে”।