আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর মাতাতে বাংলাদেশে আসছেন ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলি।
আর মাত্র কয়েকদিন পর শুরু হতে চলেছে বিশ্ব ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক জনপ্রিয় টি-টোয়েন্টি আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। যার জন্য ইতিমধ্যে দল গুছানোর কাজে ব্যস্থ হয়ে পড়েছে ফ্র্যাঞ্চাইজি গুলো। সেই ধারাবাহিকতায় অনেকটা পিছিয়ে নেই দুইবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ার্স।
আসন্ন বিপিএলের অষ্টম আসরের প্লেয়ার্স ড্রাফট হয়নি এখনো। তবে অষ্টম আসর শুরু হওয়ার আগে একের পর এক চমক দিয়ে রাখছে দুইবারের বিপিএল চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ার্স। আইকন ক্যাটাগরিতে বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে নিতে বেশ আগ্রহী ফ্র্যাঞ্চাইজিটি। সঙ্গে প্রথমবারের মতো বিপিএল মাতাতে দেখা যেতে পারে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবং টপ অর্ডার ব্যাটার ফাফ ডু প্লেসি আর ইংলিশ অলরাউন্ডার মঈন আলিকেও। সাথে ওয়েস্ট ইন্ডিজের দুই অলরাউন্ডার আন্দ্রে রাসেল এবং সুনীল নারিনের সাথেও চুক্তি নিয়ে কথা বলছে ফ্র্যাঞ্চাইজিটি। অন্যদিকে গত আসরের মতো আসন্ন বিপিএলের অষ্টম আসরে ভিক্টোরিয়ার্সদের কোচের দায়িত্বে থাকছে দেশসেরা কোচ কাজী সালাউদ্দিন।
এইদিকে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দলের ব্যস্থ সূচীর কারণে টুর্নামেন্টের অংশ নিতে পারে ৬ দল এমনটাই আগেই জানিয়েছিলো বিসিবি। তবে এখন পর্যন্ত দল চুড়ান্ত না হলেও বিসিবির সর্বশেষ তথ্য মতে বিপিএলে দল পেতে আগ্রহ প্রকাশ করেছে আটটি ফ্র্যাঞ্চাইজি। সেখান থেকে লটারির মাধ্যমে যেকোন ৬ দল বিপিএলের অষ্টম আসরে অংশ নিবে।
অন্যদিকে আসন্ন বিপিএলের অষ্টম আসরে কমতে পারে বিদেশি ক্রিকেটারের কোটা জানিয়েছিলো বিসিবি। প্রত্যেক দলে গত আসরে চার জন করে বিদেশি ক্রিকেটার খেললেও বিপিএলের অষ্টম আসরে প্রত্যেক দলে দেখা যেতে পারে তিন জন করে বিদেশি ক্রিকেটার।