আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্ঠম আসরে অংশ নিবে ছয় দল তবে সেই ছয় দলের জন্য লড়াই করতে হচ্ছে আট ফ্র্যাঞ্চাইজিকে।
সব ঠিক থাকলে আগামী বছরের জানুয়ারীর ২০ তারিখ থেকে শুরু হতে পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের খেলা। তবে এখন পর্যন্ত চুড়ান্ত হয়নি কোন কোন ফ্র্যাঞ্চাইজি নিয়ে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেটের জমজমাট ঘরোয়া এই আসরটি। তবে আসন্ন বিপিএলে অংশ নিতে পারবে ছয়টি ফ্র্যাঞ্চাইজি এমনটাই আগেই জানিয়েছিলো বিসিবি। তবে আজ বিসিবির সভাপতির কন্ঠে জানা গেলো বিপিএলে অংশ নিতে ছয় দলের জন্য আসন্ন বিপিএলে অংশ নিতে আগ্রহ দেখিয়েছে আটটি ফ্র্যাঞ্চাইজি।
আসন্ন বিপিএলের দল নিয়ে গণমাধ্যমকে বিসিবির সভাপতি নাজমুল হাসান বলেন, “এবারের আসরের জন্য আটটি ফ্র্যাঞ্চাইজি আগ্রহ প্রকাশ করেছে।আমাকে আজকে এটা জানানো হয়েছে। এখন আমরা দেখবো, তাদের সম্পর্কে জানবো তার পর একটা সিদ্ধান্তই আসবো। এটা এখনো চূড়ান্ত হয়নি”।
তবে এইদিকে আসন্ন বিপিএলের অষ্টম আসরে বাড়তে পারে ফ্র্যাঞ্চাইজিগুলোর দাম। বিপিএলের গত আসরে দল নিতে দুই কোটি টাকা গুনলেও এবার দল নিতে গত আসরের চেয়ে দিগুণ চার কোটি টাকা গুনতে হবে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিকে।
তাছাড়া আসন্ন বিপিএলের অষ্টম আসরের দল নিতে আগ্রহ প্রকাশ করেনি গত আসরের বিপিএলে ঢাকা ডাইনামাইটসের সপন্সর বেক্সিমকো।
এইদিকে বিপিএলের অষ্টম আসরে কমতে পারে বিদেশি ক্রিকেটারদের কোটা। যেখানে কোন দল সর্বোচ্চ সাত জন বিদেশি ক্রিকেটারকে দলে ভেড়াতে পারবে। যেখানে পাঁচজনকে সরাসরি প্লেয়ার্স ড্রাফট আর বাকি দুই জনকে চুক্তির মাধ্যমে দলে নিতে হবে। যেখানে প্রতি ম্যাচে খেলবে তিনজন করে বিদেশি ক্রিকেটার। গত আসরে যা ছিলো চারজনে।