রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:০০ পূর্বাহ্ন

দেশের মাটিতে ইউনিভার্স বস’কে বিদায়ী ম্যাচ দেয়ার চিন্তাভাবনা করছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড!

তানভীর আহমেদ
  • Update Time : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ২৯৭ Time View
দেশের মাটিতে ইউনিভার্স বস’কে বিদায়ী ম্যাচ দেয়ার চিন্তাভাবনা করছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড!
chris gayle

গেইল চেয়েছিলেন জ্যামাইকার মাটিতে নিজ ঘরের ক্রিকেটভক্তদের সামনাসামনি একটা ম্যাচে বিদায় বলতে! এবার ৪২ বছর বয়সী ক্রিস গেইলের সেই মনোবাসনা পূর্ণ করতে যাচ্ছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড!


স্বনামধন্য ক্রিকেট ওয়েব পোর্টাল ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে যে – ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রেসিডেন্ট রিকি স্কেরিট তার দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন : ” এটি ( গেইলের বিদায়ী ম্যাচ ) বিবেচনার পর্যায়ে রয়েছে। সময় বা বিন্যাস সম্পর্কে এখনও কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিদায়ী ম্যাচটি আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ হতে পারে! “

সর্বশেষ টোয়েন্টি বিশ্বকাপের অজিদের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আউট হয়ে সাঝঘরে ফেরার মুহুর্তে হাসি মুখে ব্যাট উঁচিয়ে মাঠ থেকে বের হন টি-টোয়েন্টি ফরম্যাটের রাজাখ্যাত ক্রিস গেইল। অন্যদিকে ডাগআউটে বসে থাকা সতীর্থরা তাকে অভিবাদন জানান।


এরপরে ফিল্ডিংয়ের সময় ব্রাভো ও গেইলকে ‘ গার্ড অব অনার ’ দেয় সতীর্থরা। বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা আগেই দিয়েছিলেন ব্রাভো। ম্যাচের পর অস্ট্রেলিয়ানরা ‘ গার্ড অব অনার ’ দেয় গেইল ও ব্রাভোকে।
এসবকিছু ছিলো বিদায় এর মধ্যে ইংগিত ; তবে তখন এটা ছিলো নিছক একটা মজার ব্যাপার!

গেইলের বাইশ বছরের সমৃদ্ধ আন্তর্জাতিক ক্যারিয়ারে ১০৩ টেস্ট, ৩০১ ওয়ানডে এবং ৭৯ টি-টোয়েন্টি রয়েছে। ক্রিস গেইল সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় বলেছিলেন যে তিনি তার ভক্তদের ধন্যবাদ জানাতে মাথা নত করতে চেয়েছিলেন। সেসময় এক সাক্ষাৎকারে বলেছিলেন :  ” আমি কোনো অবসর ঘোষণা করিনি, তবে তারা যদি আমাকে জামাইকায় আমার বাড়ির দর্শকদের সামনে যাওয়ার জন্য একটি ম্যাচ দেয়, আমি শুধু বলতে পারি হে বন্ধুরা, অনেক ধন্যবাদ। ”

Chris Gayle
chris gayle

এখানে উল্লেখযোগ্য একটা বিষয় : – সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের পারফরম্যান্স ছিল খারাপ। ওয়েস্ট ইন্ডিজ দলও নক-আউট পর্বে জায়গা নিশ্চিত করতে পারেনি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের শেষ চারে ওঠা নিয়ে জল্পনা থাকলেও শেষ অব্দি তা হয়নি। আশানুরূপ পারফর্ম করতে পারেনি ক্যারিবিয়ান দল। ক্রিস গেইল বিশ্ব ক্রিকেটে আলাদা পরিচিতি তৈরি করেছেন এবং তিনি ইউনিভার্স বস নামেও পরিচিত। বহু বছর ধরে ভারতে আইপিএল খেলছেন তিনি। টি-টোয়েন্টি ফরম্যাটের ক্রিকেটে তিনি বিশ্বের বিভিন্ন নামি-দামি বহু লিগ খেলেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Cricket Today
Theme BY Cricket Today