সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০৪:২৭ অপরাহ্ন

২০২৪-২০৩১ আইসিসির ইভেন্টগুলোর আয়োজকের তালিকা প্রকাশ

আকাশ দাশ সৈকত
  • Update Time : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ৪৪৬ Time View

আগামী ২০২৪-২০৩১ দীর্ঘ আট বছরে আইসিসির ইভেন্টগুলোর আয়োজক দেশগুলোর তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা (আইসিসি)। ২০২৪-২০৩১ আসিসির ইভেন্টগুলোর মধ্যে রয়েছে দুইটি ওয়ানডে বিশ্বকাপ এবং দুইটি চ্যাম্পিয়ন্স ট্রফির সাথে আছে ক্রিকেটের ছোট সংস্করণ চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। যার জন্য আজ ১৬ই নভেম্বর (মঙ্গলবার) এক সভায় দীর্ঘ আট বছরের আইসিসির ইভেনটগুলো এবং ইভেন্টগুলোর আয়োজক দেশের তালিকা প্রকার করেছে আন্তর্জাতিক ক্রিকেটের অভিভাবক আইসিসি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আইসিসির পরবর্তী আট বছরের ইভেন্ট গুলোতে কোন কোন দেশ হচ্ছে আয়োজকঃ

✴ টি -টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ঃ আইসিসির ইভেন্টগুলোর ব্যস্ত সূচীর প্রথমটা শুরু হবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর মধ্য দিয়ে। যেখানে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের সাথে সহ-আয়োজক দেশ হিসেবে অংশ নেবে যুক্তরাষ্ট্র।

✴ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ঃ ক্রিকেট যদি হয় চকমের খেলা তবে সেই চমক দেখানো পালা এসেছে পাকিস্তানের সামনে। দীর্ঘদিনের অবসান ঘটিয়ে আবারো আইসিসির কোন ইভেন্টের আয়োজক হচ্ছে তারা। আইসিসির দীর্ঘ আট বছরের পরিকল্পনার মধ্যে দ্বিতীয় আইসিসি চ্যাম্পিন্স ট্রফি ২০২৫ এককভাবে আয়োজন করবে পাকিস্তান।

✴ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ঃ বছর ঘুরে আবারো টি-টোয়েন্টি বিশ্বকাপের পালাবদল। ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্টের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের আয়োজক হতে চলেছে উপমহাদের দুই দল বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কা এবং ভারত। ২০২৬ শের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হচ্ছে ওরা দুই দল।

✴ ওয়ানডে বিশ্বকাপ ২০২৭ঃ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের পরবর্তী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২৭ সালে। যেখানে আয়োজক দেশ হিসেবে থাকবে বিশ্বক্রিকেটে ‘চোকার’ খ্যাত দক্ষিণ আফ্রিকার সাথে সহ-আয়োজক হিসেবে থাকছে আফ্রিকা মহাদেশের অন্য দুই দল জিম্বাবুয়ে এবং নামিবিয়া।

✴ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৮ঃ ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পরের বছরই ক্রিকেটারদের ব্যস্থ সূচী পার হবে তাসমান সাগর পাড়ে। ওখানেই যে ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের জন্য সম্মতি পেয়েছে সদ্য সমাপ্ত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই ফাইনালিস্ট নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া।

✴ চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৯ঃ ২০২৫ সালে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হওয়ার পর পরের বছর চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজক দেশ হিসেবে আইসিসির কাছ থেকে এককভাবে সম্মতি পেয়েছে পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত।

✴ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০৩০ঃ ২০২৪-২০৩১ আইসিসির ইভেন্টগুলোতে থাকা চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষটি অনুষ্ঠিত হবে ২০৩০ সালে। ওই বিশ্বকাপে আয়োজক দেশ হিসেবে থাকছে ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড। সঙ্গে সহ-আয়োজক হিসেবে থাকছে আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড।

✴ ওয়ানডে বিশ্বকাপ ২০৩১ঃ আইসিসি ইভেন্টগুলো আয়োজন করার জন্য আইসিসির কাছে বেশ আগ্রহ দেখালেও বাংলাদেশ আয়োজক হতে পেরেছে কেবল একটি টুর্নামেন্টের। ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজন হিসেবে থাকছে ২০১১ ওয়ানডে এবং ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। তবে সেই জায়গায়ও ওদের সহ-আয়োজক হিসেবে থাকবে পার্শ্ববর্তী দেশ ভারত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Cricket Today
Theme BY Cricket Today