পাকিস্তান শিবিরে বিশ্বকাপ দলের সাথে যোগ দিয়ে বাংলাদেশে এসেছেন পাকিস্তান অলরাউন্ডার ইফতেখার আহমেদ। ইফতেখার বাংলাদেশে এসে বিসিবিকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন বিশ্বকাপ দলের আত্মবিশ্বাস দেখে ও তাদের সাথে যোগ দিতে পেরে তিনি অনেক আনন্দিত।
ইফতেখার জানান তিনি বাংলাদেশের মাটিতে ২০১৬ সালে খেলতে এসেছিলেন। বাংলাদেশের মাটিতে খেলা তিনি অনেক উপোভোগ করেন করেন যার বিশেষ কারণ হচ্ছে বাংলাদেশের বেশির ভাগ ক্রিকেট ভালোবাসে।
ইফতেখার বলেন তারা যখন এয়ারপোর্টে নেমেছেন তখন এদেশের মানুষ অনেক আপ্পায়ন করছে। বিমানবন্দরে বাংলাদেশের উষ্ণ অভ্যর্থনা অনেক ভালো লেগেছে ইফতেখারের।
বাংলাদেশে এর পিচ কন্ডিশন নিয়ে ইফতেখার বলেন ” এখানের পিচ স্পিন পিচ, অনেক স্লো, একজন প্রফেশনাল ক্রিকেটার হিসেবে আমাদের এখানের কন্ডিশন এর সাথে এডজাস্ট করতে হবে। কাল আমরা মাঠে প্র্যাক্টিসে গিয়ে পিচ দেখবো এবং এই কন্ডিশন এর সাথে এডজাস্ট করার চেষ্টা করবো “
ইফতেখার নিজের পারফর্মেন্স নিয়ে বলেন তিনি অনেক খুশি কারণ এখন তিনি ফর্মে রয়েছেন। পিএসএল এবং জাতীয় টি-টোয়েন্টিতে ভালো করায় তিনি অনেক আত্মবিশ্বাস পেয়েছেন। তাই তার লক্ষ্য এবং চেষ্টা থাকবে নিজের সেরাটা দেয়ার এবং ভালো ক্রিকেট খেলার।