টি-টোয়েন্টি ক্রিকেটের পর এবার একদিনের ক্রিকেটের ( ওয়ানডেতে ) অধিনায়কত্বের আসন হারালেন ভারতের এবং গোটা বিশ্বের সেরাদের মধ্যে সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি! যদিও বা টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা নিজ ইচ্ছাই দিয়েছিলেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পূর্বেই বিরাট ঘোষণা দিয়েছিলেন যে, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তিনি আর নিজ ইচ্ছাতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের হয়ে নেতৃত্ব দিবেন না ; পদ ছাড়বেন অধিনায়কত্বের!
ভারত জাতীয় ক্রিকেট দলের নতুন ওয়ানডে অধিনায়ক হয়েছেন মারকুটে ব্যাটসম্যান রোহিত শর্মা।
বিগত ৮ ডিসেম্বর ( বুধবার ) এক টুইট এর মাধ্যমে এ খবর জানিয়েছে বিসিসিআই। আগামী সাউথ আফ্রিকা সিরিজের মধ্য দিয়ে নতুন ওয়ানডে অধিনায়ক এর পদে বসতে চলেছেন রোহিত শর্মা ; তাছাড়া সাউথ আফ্রিকার সফরের টেস্ট দলের সহ অধিনায়ক রোহিত।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই সূত্রের কল্যাণে জানা গেছে যে : ‘ কোহলিকে নেতৃত্ব ছাড়ার জন্য ৪৮ ঘণ্টা সময় দিয়েছিল বোর্ড। কিন্তু অধিনায়কত্ব ছাড়তে রাজি ছিলেন না তিনি। তারপর-ই বোর্ডের পক্ষ থেকে ঘোষণা করা হয় নতুন অধিনায়কের নাম। ঘোষণা করে দেওয়া হয় টি-টোয়েন্টি এবং এক দিনের ক্রিকেটে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত।
এ ঘটনার পর এটা বলা বাহুল্য যে , প্রায় হঠাৎ করেই সাদা বলের ক্রিকেটের নেতৃত্ব হারালেন বিরাট কোহলি।
এখানে সকল ক্রিকেট দর্শকদের জ্ঞাতার্থে একটা বিষয় উল্লেখযোগ্য যে – আগামী ওয়ানডে বিশ্বকাপ ( ২০২৩ ) সালে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে। তার পূর্বে নতুন অধিনায়ক যথেষ্ট সময় দিতে চাইছে বোর্ড। সে জন্যই এখন থেকেই দলের নেতৃত্ব তুলে দেওয়া হলো রোহিতের হাতে।
বিরাট কোহলি ব্যক্তিগতভাবে অনেক বড় মাপের ক্রিকেটার ব্যাটসম্যানরা অনেক রেকর্ড থাকলেও মূলত তার অধীনে আইসিসির কোনো ট্রফি জিততে পারেনি ভারত ক্রিকেট দল। তার নেতৃত্ব নিয়ে দলের মধ্যেই বহুবার বিভিন্ন রকমের জল্পনা-কল্পনা বা প্রশ্ন উঠেছিল অনেক আগে ভাগেই। ভারত ক্রিকেট বোর্ডের কাছে সিনিয়র খেলোয়াড়দের থেকে অভিযোগ এসেছিল বলেও গুঞ্জন রয়েছে ভারতীয় ক্রিকেট মহলে। তবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয় ভারতকে। বিশ্বকাপের মঞ্চে প্রথমবার হারতে হয় পাকিস্তানের বিরুদ্ধে।
অন্যদিকে, ভারতের সর্বশেষ কোচ – রবি শাস্ত্রীর মেয়াদ শেষ হতেই শেষ হল সাদা বলের ক্রিকেটে কোহলির নেতৃত্বের মেয়াদ।
ভারতের জাতীয় দলের জার্সি গায়ে বিরাট কোহলি ভারতকে ওয়ানডে ফরমেটে ৬৫ টি ম্যাচ জিতিয়েছেন এবং এই ফরমেটে তিনি নেতৃত্ব দিয়েছেন ৯৫ ; ওয়ানডে ফরমেটে বিরাট কোহলি নেতৃত্বে ভারত হেরেছে ২৭ টি ম্যাচ।