বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৩ অপরাহ্ন

আইপিএলে নেই সাকিব মোস্তাফিজের কেউই!

আকাশ দাশ সৈকত
  • Update Time : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ৪০০ Time View

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সর্বশেষ আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠ মাতিয়েছিলেন বাংলাদেশী অলরাউন্ডার সাকিব আল হাসান। অন্যদিকে আরেক বাংলাদেশী পেসার মোস্তাফিজুর রহমান মাঠ মাতিয়েছিলেন আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালসের হয়ে। তবে আইপিএলের পরবর্তী আসরের জন্য দলগুলো যে রিটেইন ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে সেখানে নেই সাকিব মোস্তাফিজের দুজনের কেউই।

আর মাত্র কয়েকদিন পর শুরু হবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টগুলোর মধ্যে অন্যতম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পঞ্চদশ আসরের নিলাম। যার জন্য ইতিমধ্যে নিজেদের দল থেকে অনেক ক্রিকেটারকে ছেড়ে দিয়ছে আইপিএলের গত আসরে ফ্র্যাঞ্চাইজিগুলো। যেখানে সর্বশেষ আইপিএলে মাঠ মাতানো দুই বাংলাদেশী ক্রিকেটার সাকিব আল হসান এবং মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে ওদের পুরনো ফ্র্যাঞ্চাইজি দুইটি।

এইদিকে মোস্তাফিজুর রহমান ছাড়াও রাজস্থান রয়্যাল ছেড়ে দিয়েছে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস পেসার জোফ্রা আর্চার তরুণ চেতন সাকারিয়া এবং আইপিএলের সবচেয়ে দামি ক্রিস মরিসকে । অন্যদিকে সাকিব ছাড়াও এবার আইপিএলের পঞ্চদশ আসরের নিলামের জন্য কলকাতা ছেড়ে দিয়েছে দুই ওপেনার শুভমান গিল এবং নিতীশ রানার সাথে দুই পেসার প্যাট কামিন্স এবং লকি ফার্গুসনের মতো বোলারকে সঙ্গে সর্বশেষ আসরে কলকাতাকে নেতৃত্ব দেওয়া ইয়ং মর্গ্যানকে ও ছেড়ে দিয়েছে দুইবারের চ্যাম্পিয়ন দলটি।

এইদিকে আইপিএল নিলামের জন্য বড় চমক পাঞ্জাব কিংস দলের গত আসরের ওপেনার লোকেশ রাহুলের সাথে নিলামের জন্য তারা ছেড়ে দিয়েছে ক্রিস গেইল এবং নিকোলাস পুরানকে। তাছাড়া রিটেইন ক্রিকেটার হিসেবে সবচেয়ে কম মাত্র দুইজন ক্রিকেটারকে দলে রেখে তারা। তবে সর্বোচ্চ চারজন করে ক্রিকেটার রেখে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটাল এবং মুম্বাই ইন্ডিয়ান্স। অন্যদিকে আইপিএলের আসন্ন আসরের নিলামের জন্য বেশ কিছু তারকা ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে আইপিএলের গত আসরের আট ফ্র্যাঞ্চাইজি। যেখানে গত আসরে চেন্নাইয়ে জার্সি গায়ে মাঠ মাতানো ফাফ ডু প্লেসি সানরাইজার্স হায়দারাবাদের ডেভিড ওয়ার্নার এবং স্পিনার রশিদ খান দিল্লির হয়ে গত আসরে খেলা শ্রেয়াস আইয়ার এবং কাগিসো রাবাদা মুম্বাইয়ের টেন্ট বোল্টের মতো ক্রিকেটারদের অংশ নিতে হবে নিলামে।

একনজরে তালিকা

কলকাতা নাইট রাইডার্সঃ ভেকটেশ আইয়ার, বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন।

চেন্নাই সুপার কিংসঃ এম এস ধোনি, রবীন্দ্র জাদেজা, মঈন আলি এবং ঋতুরাজ গাইকোয়াদ।

পাঞ্জাব কিংসঃ আর্শদ্বীপ সিং এবং মায়াঙ্ক আগারওয়াল।

দিল্লি ক্যাপিটালসঃ পৃথ্বী শ, অক্ষর প্যাটেল, এনরিক নরকিয়া এবং রিশাভ পান্ট।

মুম্বাই ইন্ডিয়ান্সঃ রোহিত শর্মা, কিরণ পোলার্ড, জাসপ্রিত বুমরাহ এবং সূর্যকুমার যাদব।

রাজস্থান রয়্যালঃ স্যাঞ্জু স্যামসন, ইয়াশভি জয়শাল এবং জস বাটলার।

সানরাইজার্স হায়দারাবাদঃ আবদুল সামাদ, কেন উইলিয়ামসন এবং উমরাহ মালিক।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুঃ ভিরাট কোহলি, মোহাম্মদ সিরাজ এবং গ্লেন ম্যাক্সওয়েল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Cricket Today
Theme BY Cricket Today