আজ থেকে উইন্ডিজ ও শ্রীলংকার গল টেস্ট শুরু হয়েছে। শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়ার পর সকালের স্টেশনের ২৪ তম ওভারে এই ঘটনা ঘটে। তখন বল করছিলেন উইন্ডিজ স্পিনার – ‘ রোস্টান চেজ ‘ ।
সেই মুহূর্তে শর্ট ফাইন লেগে ফিল্ডিং করছিলেন সোলোজানো। লংকান দিমুথ করুণারত্নের পুল করা শট তার হেলমেটের সামনের দিকে আঘাত করে।
হেলমেটে বলের আঘাত পেয়ে মাঠ ছেড়েছেন ওয়েস্ট ইন্ডিজের অভিষিক্ত ক্রিকেটার জেরেমি সোলোজানো।
এরপর দীর্ঘসময় মাঠের সবুজ গালিচায় শুয়ে ছিলেন সোলোজানো। তারপর এক পর্যায়ে ফিজিও এসে তাকে দেখেন। পরবর্তীতে তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। সেসময় তার মাথা সাদা তোয়ালে দিয়ে ঢাকা ছিল। পরবর্তীতে জানা যাই যে – দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট জানিয়েছে, হাসপাতালে তার স্ক্যান করানো হবে এবং ২৪ ঘণ্টা পুরোপুরি পর্যবেক্ষণে থাকবেন তিনি।
এদিকে, সকাল থেকে-ই দুর্দান্ত ব্যাটিং করছে শ্রীলঙ্কা। ত্রিনিদাদের ২৬ বছর বয়সী ক্রিকেটার আজ মাত্র টেস্ট ক্যাপ পেয়েছেন। ৪০টি প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন তিনি। দলের হয়ে ইনিংস ওপেন করার কথা রয়েছে ছিল তার। ক্যারিবিয়ানদের হয়ে অনূর্ধ্ব-১৪ বিশ্বকাপ এবং ‘এ ‘ দলের হয়ে খেলেছেন তিনি।
এখানে উল্লেখ্য যে, আজ থেকে শুরু হওয়া লঙ্কার এই মাঠে ক্রিস গেইল ট্রিপল সেঞ্চুরির রেকর্ড রয়েছে । তাছাড়া লঙ্কার বিরুদ্ধে উইন্ডিজ ব্যাটসম্যান হিসেবে কলম্বো টেস্টে ব্রায়ান লারার ৩৫১ রানের ইনিংস আছে। সেই সিরিজের তিন টেস্টে তিনি ৬৮৮ রান করেছিলেন। যদি ও বা একটাতেও দলকে জেতাতে পারেননি লারার এই রেকর্ড । সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হচ্ছে যে : – শ্রীলঙ্কার মাটিতে এখনো কোনো টেস্ট জিততে পারেনি উইন্ডিজ।
১৯৯৩ সাল থেকে শ্রীলঙ্কার মাটিতে ১১ টেস্ট খেলেছে উইন্ডিজ। চারটি ড্র হয়েছে। যার মধ্যে তিনটিই আবার ২০১০ সালের বৃষ্টিবিঘ্নিত সিরিজ। সাম্প্রতিক এই বছর থেকে ক্যারিবিয়ানদের টেস্ট ব্যাটিং ভালো-ই হচ্ছে।