লিটন দাশের আজকের খেলা দেখে যে কেউ তাকে ক্লাস ব্যাটার হিসেবে স্বীকার করতে পারে বলে এমনটাই মনে করেন বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং পরামর্শক অ্যাশওয়েল প্রিন্স।
মরুর বুকে বিশ্বকাপ ব্যর্থতার পর ঘরের মাঠে সফরকারী পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও হাসেনি লিটন কুমার দাশের ব্যাট। তবে ফরম্যাট পরিবর্তনের পাশাপাশি দেখা গেলো বাংলাদেশ দলের উইকেটকিপার ব্যাটার লিটনের ব্যাটিংয়ের ও ভিন্ন চিত্র। আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সফরকারী পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে দলের চাপের মুহূর্তে সেঞ্চুরি করে শুধু দলের বিপর্যয় নয় বরং নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিও তুলে নিয়েছে এই উইকেটকিপার ব্যাটার। তাইতো শিষ্যের এমন ব্যাটিং দেখে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং পরামর্শক দক্ষিণ আফ্রিকান সাবেক ক্রিকেটার অ্যাশওয়েল প্রিন্স মনে করেন আজকের ইনিংস শেষে দ্বিধাহীনভাবে যে কেউ স্বীকার করবেন লিটন একজন ক্লাস ব্যাটার। লিটনের এমন ইনিংস আর ম্যাচে কিছু দারুণ শট দেখে সমলোচকরা যেন তার অন্ধ ভক্ত হতে পারে।
লিটনের এমন ইনিংস প্রসঙ্গে প্রিন্স বলেন, “তার আজকের ব্যাটিং দেখে যে কেউ দ্বিধাহীনভাবে স্বীকার করবে সে একজন ক্লাস ব্যাটার। আজ সে সেটাই দেখিয়েছে। সর্বশেষ টেস্টে ৯৫ রান করেছিল অল্পের জন্য শতক পায়নি আজ শতক করতে পেরেছে”।
এইদিকে লিটনের ব্যাটে দীর্ঘদিনের রান খরার প্রসঙ্গে প্রিন্স বলেন, “দুই-একটি টেকনিক্যাল জিনিস নিয়ে কাজ করেছে। ক্রিজে দারুণ ভারসাম্য দেখিয়েছে। এত স্বাচ্ছন্দ্যে ব্যাট করেছে এটা দেখা অনেক উপভোগ্য ছিল। ড্রেসিংরুমে সবাই অনেক খুশি ছিল। বিশ্বকাপে ব্যর্থতার সময় আমি তাকে কিছু বলিনি। সে নিজেই আগেভাগে চট্টগ্রামে এসে টেস্টের জন্য তৈরি হয়েছে”।