চরম হতাশায় আচ্ছাদিত একটা বিশ্বকাপ শেষ করেছে কিছুদিন পূর্বে। পাকিস্তান সিরিজ দিয়ে ঘুরে দাঁড়ানোর মিশনে আগামীকাল থেকেই বাইশ গজে নামছে টিম টাইগার্স! আগামীকাল ( ১৯ নভেম্বর ) মাঠে গড়াচ্ছে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি। টাইগার ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদ বলছেন : ” অমন বিশ্বকাপের পর পাকিস্তান সিরিজ বড় চ্যালেঞ্জ তাদের সামনে। অতীতের নেতিবাচকতাকে পেছনে ফেলে এগোতে চান সামনের দিকে। “
ষোলো কোটি মানুষের অনেক আশা – প্রত্যশা নিয়ে বিশ্বমঞ্চে গিয়েছিল লাল সবুজ প্রতিনিধিত্বকারীরা! কিন্তু কোনোভাবে প্রথম পর্ব উতরে সুপার টুয়েলভে গেলেও উপহার দেয় এক সমুদ্র হতাশা। পাচ ম্যাচের সবকটিতেই হেরেছে টাইগাররা। হারের ধরণ ছিলো আরও বেশি দৃষ্টিকটু!
আগামীকাল পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির পূর্বে অনলাইনে প্রেস কনফারেন্স রিয়াদ বলেন : ” ‘বিশ্বকাপ নিয়ে কথা বলছে চাচ্ছি না। রিয়েলি ফোকাসিং এই টি-টোয়েন্টি ম্যাচ। এই তিনটা ম্যাচ আমরা দলের জন্য কতটুকু ভাল অবদান রাখতে পারি ইনডিভিজুয়ালি এবং ওটাই মুখ্য বিষয় এবং ওটায় ফোকাস রাখছি। কারণ যে জিনিসগুলো আগে হয়ে গেছে সে জিনিস নিয়ে চিন্তা করলে বরংচো নেগেটিভ ইফেক্ট আসতে পারে, আমরা পজিটিভ ভাবে চিন্তা করছি সবকিছু, তারপরও আমি বলব অবশ্যই সিরিজটা চ্যালেঞ্জিং হবে৷ পাকিস্তান ওয়ান অব দ্য বেস্ট টিম এ মুহূর্তে, তো আমাদের অনেকগুলো নতুন সুযোগ পেয়েছে তো এটা আমাদের জন্য খুব কঠিন। “
অন্যদিকে সংবাদ সম্মেলনে মুশফিকের বিষয়ে বেশ কিছু বার প্রশ্ন করা হলেও মাহমুদউল্লাহ রিয়াদ কোন কথা বলতে চাননি। তিনি বার বার বিষয়টি এখন বলা ঠিক হবে না এড়িয়ে যান। এমনকি সংবাদ মাধ্যমে বলা মুশফিকুর রহিমকে ’ বাদ ‘ দেওয়ার তথ্যটিও তিনি জানেন না বলে জানান রিয়াদ।
রিয়াদ বলেন : ” কোন সিরিজের আগে সাধারণত টিম ম্যানেজমেন্টরা দল ঠিক করেন। কোচ, নির্বাচকদের সাথে দলের অধিনায়কও টিম ম্যানেজমেন্টের একজন অন্যতম সদস্য। সে হিসেবে মুশফিকের বিষয়ে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের পরিস্কার জানা থাকার কথা। তবে রিয়াদ জানান, এসব ভিতরের কথা বলা ঠিক হবে না। “
এই বিষয়ে কথা বললে অনেক কথা বলা হয়ে যাবে, এগুলো ভিতরের কথা। আমি বলতে চাই না। সবচেয়ে ভালো হবে আপনারা ( সাংবাদিক ) টিম ম্যানেজমেন্টকে বলেন। তারা বলতে পারবেন।
উইকেট প্রসঙ্গে রিয়াদ বলেন : ” উইকেট ভালোই মনে হল। আমি আশা করি এটা ভালো উইকেট হবে। হ্যাঁ এটা অবশ্যই ওয়ার্ল্ডকাপের পর আমাদের বড় একটা চ্যালেঞ্জ এই সিরিজে ভালো ক্রিকেট খেলার এবং সামর্থ্যের প্রমাণ দেওয়ার জন্য ভালো একটা সুযোগ। “