সাদা পোশাক এর সাথে সম্পর্ক ইতি টানলেও অন্য দুই ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন রিয়াদ।
গত জুলাই মাসে জিম্বাবুয়ের বিরুদ্ধে নিজের ৫০ তম টেস্ট খেলেছেন তিনি। দীর্ঘ ১৬ মাস পর টেস্ট দলে ফিরে হারারে টেস্টে দেড়শ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। দৃষ্টিনন্দন এই ইনিংস খেলে রিয়াদ সতীর্থদের জানিয়ে দেন অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি।
মূলত ওই ম্যাচের মাঝপথে ড্রেসিংরুমে নিজের সতীর্থদের অবসরের সিদ্ধান্ত জানান তিনি। কিন্তু এই খবরটা এতদিন গুজব হিসেবে উড়েছে বাতাসে।
বোর্ড থেকে বলা হয়েছে রিয়াদ বোর্ডকে কিছু জানায় নাই। অবশেষে বহু জল্পনার পর অবসরের চার মাস পর মাহমুদউল্লাহ রিয়াদ আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলেন নিজের সিদ্ধান্ত। আজ বুধবার ( ২৪ নভেম্বর ২০২১ ) একটা সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি সাদা পোশাক এর সাথে সম্পর্ককে বিদায় বললেন।
রিয়াদ এর বাংলাদেশের হয়ে ২০০৯ সালের ৯ জুলাই কিন্সটনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল। গত জুলাই এ হারারে টেস্টের আগে সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২০২০ সালের ফেব্রুয়ারিতে ; পাকিস্তানের বিরুদ্ধে!
লাল-সবুজদের অংশ হয়ে ৫০ টি টেস্ট খেলেছেন রিয়াদ। রিয়াদের সাদা পোশাক এ রয়েছে পাঁচটি সেঞ্চুরি ও ১৬টি হাফ সেঞ্চুরি। ৩৩.৪৯ গড়ে রান করেছেন ২৯১৪ । রিয়াদ টেস্টে বাংলাদেশের ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রাহক রিয়াদ। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে বেশ কিছুদিন টেস্টে দলকে নেতৃত্বও দিয়েছিলেন তিনি।