বেশ কিছুদিন যাবত দেশের ক্রিকেট অঙ্গনে গুঞ্জন যে মাশরাফি বিন মর্তুজা ক্রিকেট বোর্ডের বড় দায়িত্বে বসতে চলেছেন ; এটাও একপ্রকার গুঞ্জন যে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন – মাশরাফি যদি ক্রিকেট বোর্ডে কাজ করতে চায় তাহলে তাকে আমরা গ্রহণ করব।
এগুলো যে আসলেই গুঞ্জন এবং বাতাসে ঘুরে বেরানো খবর সেটা পরিষ্কার হয়ে গেল মাশরাফি বিন মোর্তজার কথার ভিত্তিতে! বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাজ করা না কাজ করার ব্যাপারে মাশরাফী বিন মর্তুজা বলেন : ” এখনো পর্যন্ত ওরকম কোন আলোচনা আলোচনা হয়নি ক্রিকেট বোর্ডের সাথে, এ ব্যাপারে কোন আলোচনা হয়নি নাজমুল হাসান পাপন ভাই এর সাথে!
খুব সাম্প্রতিক সময়ে দেশের জনপ্রিয় একটা অনলাইন পোর্টালকে দেয়া একান্ত সাক্ষাৎকারে ক্যাপটেন ফান্টাস্টিক বলেন : ” আমার ভূমিকা কী হতে পারে, তা নিয়ে আলোচনা হয়নি। সুনির্দিষ্ট করে কিছু যে ‘ তুমি এখানটায় কী মনে করো ‘ বা বদল কিছু করা, এরকম আলোচনাই হয়নি। স্রেফ ‘ কী অবস্থা ‘ , ‘ কী খবর ‘ – এ ধরনের কথাই হয়েছে। সিরিয়াস ইস্যু কিছুই হয়নি। “
তাছাড়া মাশরাফি বিন মুর্তজা এই হট টপিক প্রসঙ্গে আরো বলেন যে : ” দেশের ক্রিকেট নিয়ে কাজ করার অনেক জায়গা আছে। একটা উদাহরণ দেই, মাহমুদুল হাসান জয় এসে টেস্টে ওপেন করছে। এর আগেই তো ওকে নিয়ে অনেক কাজ করার ছিল। সে যেন প্রস্তুত হয়ে টেস্টে নামে, এটা গুরুত্বপূর্ণ ছিল। সাইফ হাসানকে টি-টোয়েন্টিতে নামানো হলো, সে প্রস্তুত কিনা ; এসব নিয়ে কাজ করার ছিল।
ক্রিকেট বোর্ড থেকে সুনির্দিষ্ট প্রস্তাব এলে আমি ভাবব। পাপন ভাই যেটা বলেছেন এটা আমি মনে করি, বলতেই হতো, তাই বলার জন্য বলেছেন। খারাপ কিছু বলেননি, আবার বড় কিছুও নয়। পাপন ভাই আমাকে যথেষ্ট গুরুত্ব দেন। না হলে ডাকতেন না। কিছু সমস্যা হয়তো উনি অনুভব করছেন যে, আমি সমাধান করতে পারি কিনা। এরকমও হতে পারে যে, উনি আমাকে ডেকে বলতেও পারছেন না! তবে আমি সাহায্য করতে চাই। কিন্তু আমাকে না বললে তো আর আমি হুট করে কিছু বলতে পারি না।
অন্যদিকে, আসন্ন বিপিএল নিয়ে কথা বলেছেন মাশরাফি বিন মুর্তজা! ক্যাপটেন ফান্টাস্টিক গত বছরের ডিসেম্বরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগের ফাইনাল খেলেছেন! তারপর বিরতি বারো মাসের জন্য!ফিটনেস এর একটা ব্যাপার ক্রিকেটে বড় রোল প্লে করে এটা সবারই জানা!
আসন্ন বিপিএলে মাশরাফি বিন মুর্তজা বলেন : ” যেহেতু ওই প্যাশনটা এখনও আছে যে আরও কিছু ক্রিকেট খেলে বিদায় নেব, মাঝখানে কোনো কাজ ছিল না, তাই এলাকার কাজ করার পাশাপাশি ফিটনেসের কাজও করেছি। আমার তো প্রবল ইচ্ছা আছে বিপিএল খেলার । তবে সবকিছু তো মিলতে হবে, দল পাওয়া থেকে শুরু করে সবকিছু মিলতে হবে। আমার দিক থেকে ইচ্ছে আছে এবং তৈরিও হয়েছি সেভাবে। এই মাসের ( ডিসেম্বরের ) শেষের দিক থেকে ইচ্ছা আছে বোলিং শুরু করার। আমার দিক থেকে সবসময় যেটা চ্যালেঞ্জ থাকে, সেটা হলো ফিটনেস। একটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট হলো আগে তখন খেলিনি, কারণ ফিটনেস ঠিক ছিল না। ওই সময়ই আমার মনে হলো যে, প্রস্তুত থাকা উচিত। এজন্যই শুরু করেছি। আশা করছি, বিপিএল শুরু হতে হতে প্রস্তুত হয়ে যাব। “