মূলত ব্যার্থতার বৃত্ত বা শুরুটা হয়েছিল বিশ্বকাপ টি-টোয়েন্টির পর থেকে! তখন থেকেই নির্বাচকদের ওপর দায় চাপাচ্ছে অনেকে এবং এটাই স্বাভাবিক ব্যাপার! টিম খারাপ করলে বা আশানুরূপ পারফরম্যান্স না করলে নির্বাচকদের উপর এবং দায়িত্বরত কর্মকর্তাদের ওপর দোষ বা দায় যেটাই বলা হোক না কেন সেটাই পড়বে। বর্তমানে ক্রিকেট মহলে গুঞ্জন রয়েছে যে বর্তমান যে নির্বাচক প্যানেল রয়েছে তাদের উপর হয়তোবা বিসিবি বস তার আস্থা হারাচ্ছেন। সাম্প্রতিক সময়ে টিভি চ্যানেলের এক বিশেষ প্রশ্ন উত্তর পর্বে বিসিবি বস জানান জানুয়ারি মাসে নির্বাচন প্যানেল এবং কোচ নিয়ে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে বিসিবি।
এবার অন্যদিকে, পাকিস্তান সিরিজ শেষে লম্বা ‘ সময় ‘ চাইলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। নান্নুর ভাষ্যমতে, সাদা পোশাকে ভালো করার জন্য দুই বছরের পরিকল্পনা করে এগোচ্ছেন বর্তমান নির্বাচক প্যানেল । সেই পরিকল্পনা অনুযায়ী আগামী দুই বছরের মধ্যে টেস্টে ভালো করবেন বলে আশা প্রকাশ করলেন প্রধান নির্বাচক।
মিনহাজুল আবেদীন নান্নুর মতে পাকিস্তানের বিপক্ষে টেস্টে পরাজয়ের অন্যতম কারণ টি-টোয়েন্টি! বিশ্বকাপ থেকেই টি-টোয়েন্টিতে মনোযোগ দেওয়ার জন্য টেস্ট নিয়ে খুব একটা ভাবার সময় পায়নি দল। যার ফলশ্রুতিতে এমন করুন দশা সাদা পোশাকে। তবে নান্নুর মতে, নিউজিল্যান্ডে ভালো করারসম্ভাবনা রয়েছে ; কারণ নিউজিল্যান্ডে টেস্ট নিয়েই ভাববে দল এবং দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে। নান্নু কাল মিরপুরে বলেন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন : ” আমরা যতটুকু কাজ করতে পেরেছি ; আমাদের নির্বাচক প্যানেল ভালোই কাজ করেছে। আশা করছি আমাদের যদি আরও সুযোগ দেয় আমরা ভালো করব। টেস্ট ক্রিকেটটাই সবচেয়ে চ্যালেঞ্জিং। যেহেতু আমরা নির্বাচক প্যানেল এখন পুরোপুরি প্রথম শ্রেণি নিয়ে কাজ করছি কীভাবে উন্নতি করা যায়। আমরা যে প্ল্যানগুলো দিয়ে যাচ্ছি আশা করছি আমরা থাকি বা না থাকি আগামী দুই বছরের মধ্যে আমরা টেস্ট ক্রিকেটে ভালো কিছু দেখব। এটা সময়ের ব্যাপার। আমরা একটা প্ল্যান জমা দিয়েছি কীভাবে প্রথম শ্রেণির ক্রিকেটকে ডেভেলপ করা যায়। “
অন্যদিকে, মিরপুর টেস্ট শেষে অধিনায়ক মুমিনুল হক স্বীকার করেছেন টপঅর্ডারের করুন পরিনতির কথা!
খুব কাছের সময়ের মধ্যে বাংলাদেশের অধিনায়কদের জন্য এটাই নিয়ম হয়ে উঠেছে । প্রশ্ন থেকে শুরুর চার ব্যাটসম্যান ভালো শুরু করলে পরবর্তীতে আগত ব্যাটসম্যানদের জন্য পরের কাজটা সহজ হয় বলে জানান লাল বলের কাপ্তান মুমিনুল হক । নিউজিল্যান্ডে শুরুর চার ব্যাটারের জন্য কী অপেক্ষা করছে তা আর বলে দিতে হয় না। দলের সঙ্গে টিম ডিরেক্টর হিসেবে যাওয়া সুজন আগে থেকেই মেনে নেন নিউজিল্যান্ডে ভালো কিছু করাটাই চ্যালেঞ্জ উপরন্তু জয় তো দূরের কথা!
সুজন বলেছিলেন ঃ ” নিউজিল্যান্ডে তো অনেকবারই বাংলাদেশ খেলেছে। অতীত দেখলে কোনোটাতেই আমরা নিজেদের সেভাবে মেলে ধরতে পারিনি। আর শুধু বাংলাদেশ নয় ; এশিয়ার যেকোনো দলের জন্যই নিউজিল্যান্ডের কন্ডিশন কঠিন হয়। নিউজিল্যান্ড কন্ডিশন কঠিন হবে আমি নিজেও তা স্বীকার করছি। “