শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:১৪ অপরাহ্ন

বালিশ কাণ্ড নিয়ে আলোচনার মোহাম্মদ রিজওয়ান!

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ৬১৪ Time View

একের পর এক আলোচনায় পাকিস্তানি মোহাম্মদ রিজওয়ান। চিকিৎসককে নিজের সাইন করা জার্সি উপহার দেওয়ার পর এবার আলোচনায় আসলেন বালিশকাণ্ড নিয়ে!পাকিস্তান দলে তার আগমন একজন ব্যাকআপ উইকেটকিপার হিসেবে, তবে ধীরে ধীরে তিনি আজ এই দলের মূল ক্রিকেটারদের একজন হয়ে উঠেছেন।


পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক ক্যালেন্ডার বছরে এক হাজারের বেশি রান করেছেন, যা এখন পর্যন্ত তিনি ছাড়া আর কেউ করতে পারেননি। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সেমিফাইনাল খেলতে নামার আগেই রিজওয়ান বছরে এক হাজার রানের তালিকায় প্রথম টি-টোয়েন্টি ব্যাটসম্যান হিসেবে নিজের নাম লেখান।ওই তালিকায় অবশ্য তিনি ছাড়া আর কেউ নেই।


আবার একজন উইকেটকিপার হিসেবে বৃহস্পতিবারের সেমিইনালের পর তিনি এখন টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের এক আসরে সর্বোচ্চ রানের মালিক।টি-টোয়েন্টি ক্রিকেটে রান রেকর্ডে তিনি বাবর আজমকেও টপকে গেলেন।


এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দল এক কথায় উড়েছে। আর এর পিছনে ছিলেন বাবর আজম ও রিজওয়ান। একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন পাক দলের এ দুই ওপেনার। মোহাম্মদ রিজওয়ান 20 ইনিংসে 1033 রান করেছেন। দ্বিতীয় স্থানে আছেন বাবর আজম। 2021 সলে তিনি করেছেন 826 রান, 20 ইনিংসে। তৃতীয় স্থানে আয়ারল্যান্ডের পল স্টার্লিং, 2019 সালে 20 ইনিংসে তিনি 748 রান তুলেছিলেন। একই বছরে তার স্বদেশি কেভিন ও’ব্রায়েন 23 ইনিংসে 729 , নেদারল্যান্ডসের ম্যাক্স ও’ডউড 24 ইনিংসে 702 রান করেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে নজর কেড়েছেন পাকিস্তানি ওপেনার মোহাম্মদ রিজওয়ান। সেমিফাইনালে দল হেরে গেলেও তার 52 বলে 67 রানের অসাধারণ ইনিংস নজড় কেড়েছে সবার। অ্যারন ফিঞ্চদের বিরুদ্ধে মহারণে নামার আগে জানা গিয়েছিল যে, দলের দুই তারকা মহম্মদ রিজওয়ান ও শোয়েব মালিক। হাল্কা জ্বরে পড়েছেন। রিজওয়ান-মালিকের কোভিড রিপোর্ট নেগেটিভ আসার পরেই তাঁদের খেলার ছাড়পত্র মেলে। কিন্তু এখন জানা যাচ্ছে যে, পাকিস্তানের তারকা ব্যাটার-উইকেটকিপার রিজওয়ানের শুধুই জ্বর হয়নি, তিনি বুকে গুরুতর সংক্রমণ নিয়ে ভর্তি ছিলেন হাসপাতালে। সেমি ফাইনালের আগে দু’রাত আইসিইউ-তে ছিলেন রিজওয়ান!আসলে  ক্রিকেট যতটা না আবেগের ঠিক তার চেয়ে ও বেশি দায়িত্ববোধের। সেই দায়িত্ববোধ থেকেই রিজওয়ানের মত খেলোয়াড়েরা প্রতিকূলতা ডিঙিয়ে বারেবারে ফিরে আসেন ক্রিকেটের সেই বাইশ গজে আর তৈরি করেন রুপকথাকে হার মানানো এক একটি নতুন গল্প।

সম্প্রতি জানা গেল এই তারকার এক মজার কথা।

তবে এবার এসব কিছু ছাপিয়ে এবার রিজওয়ানের বাংলাদেশ সফরে আসতে বালিশ নিয়ে আসার রহস্যে মেতেছেন ক্রিকেটপ্রেমীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া রিজওয়ানের এই ছবিটি সবার নজর কেড়েছে। সবারই প্রশ্ন, কেন বালিশ সঙ্গে করে নিয়ে এসেছেন রিজওয়ান? 

পাকিস্তান ক্রিকেট বোর্ডের মাধ্যম দিয়ে সেই কারণ বের করেছে দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম জিও নিউজ। নিজেদের প্রতিবেদনে তারা জানিয়েছে, মোহাম্মদ রিজওয়ানের বালিশ বহন নতুন কোনো ঘটনা নয়।

শুধু বাংলাদেশ সফরেই নয়, সম্প্রতি পাকিস্তান ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা সফরেও নিজের প্রিয় বালিশ সঙ্গে করে নিয়ে গেছেন রিজওয়ান। এ খবর জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের মিডিয়া ম্যানেজার ইব্রাহিম বাদেস।

তিনি বলেছেন : “রিজওয়ানের সব জায়গায় বালিশ নিয়ে যাওয়ার কারণটা খুব সাধারণ। সে অন্য কোথাও, অন্য কোনো বালিশে স্বস্তিতে ঘুমাতে পারে না। এ জিনিসটা তার জন্য নতুন কিছু নয়। এমনকি দেশের মধ্যে খেলা হলেও রিজওয়ান বালিশ নিয়ে যায়। “

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে হেরেছে পাকিস্তান ক্রিকেট দল। তবে জিতে নিয়েছে পুরো দেশের হৃদয়। তাদের মধ্যে উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান যেন সমর্থকদের হৃদয় গহিনে জায়গা নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Cricket Today
Theme BY Cricket Today