পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে পরিবর্তনের আভাস দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক।
সফরকারী পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর এবার চট্টগ্রামে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হেরেছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে। তাইতো বাংলাদেশ জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হকের কন্ঠে শোনা গেল সিরিজের দ্বিতীয় টেস্টে হতে পারে দলের পরিবর্তন সাথে বাড়ানো হতে পরে দলের শক্তিমত্তা দিকও।
চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে দলের সাথে ছিলো না অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান এবং পেসার তাসকিন আহমেদ। তবে ঢাকা টেস্টের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতিমধ্যে যে দল ঘোষণা করেছে সেখানে রয়েছে তাদের দুইজনই সঙ্গে নতুন মুখ হিসেবে আছে ওপেনার নাইম শেখ এবং শহিদুল ইসলাম। তাইতো ঢাকার উইকেট দেখে নিজেদের শক্তিমত্তা এবং পরিবর্তনের সিদ্ধান্ত নিতে চায় টাইগার দলপতি।
ঢাকা টেস্ট এবং উইকেট নিয়ে মুমিনুল বলেন, “উইকেট দেখে সিদ্ধান্ত নেওয়া যাবে। অবশ্যই, একটু পরিবর্তন তো হবেই। শক্তিমত্তাও বৃদ্ধি পেতে পারে। মাত্র এই ম্যাচ শেষ হল। ঢাকা গিয়ে উইকেট দেখে তারপর সিদ্ধান্ত নিব”।
এইদিকে প্রথম টেস্টে একাদশে একাধিক তরুণ ক্রিকেটার সুযোগ পেলেও নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি তাদের কেউই। তাইতো এবার আর তরুণদের নয় বরং অভিজ্ঞদের সুযোগ দিতে চায় মুমিনুল। তরুণরা কাজে না আসলে কাজ করাতে চান অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে।
তরুণদের নিয়ে মুমিনুলের ভাষায় “আপনার অফিসের জুনিয়র যদি ঠিকভাবে কাজ না করে আপনি তো কর্মী পরিবর্তন করবেন। যদি ওদের দিয়ে কাজ করাতে না পারেন তাহলে অভিজ্ঞদের দিয়ে কাজ করাতে হবে। তাই আপনি যা বলছেন তার সাথে আমি একমত। তরুণরা কাজ করতে না পারলে অভিজ্ঞদের দিয়ে কাজ করাতে হবে। আমার মনে হয় আমাদের এভাবেই চিন্তা করা উচিৎ”