রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৭:৪৪ পূর্বাহ্ন

ক্যানসার সচেতনতায় সিডনিতে আইকনিক পিঙ্ক টেস্ট।

মোঃ জাকির হোসেন
  • Update Time : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫

ক্রিকেট অস্ট্রেলিয়ার এমন সাজ দেখে যে কোনো ক্রিকেট ফ্যান অবশ্য একবার থমকে যাবেন, হঠাৎ কেনো এমন সাজে দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেট দলকে?

অবশ্য এর পেছনে আছে মহৎ কোনো উদ্দেশ্য আর সেটি হচ্ছে মরণব্যাধি ক্যান্সার রোগীদের পাশে দাঁড়ানো। প্রতি বছর জানুয়ারিতে ম্যাকগ্রা ফাউন্ডেশনের উদ্যোগে স্তন ক্যানসার নিয়ে সচেতনতা বাড়াতে এবং অর্থ তুলতে আয়োজন করা হয় এই গোলাপি টেস্টের। সিডনিতে আইকনিক পিঙ্ক টেস্ট‘কে সামনে রেখে অস্ট্রেলিয়ার পিঙ্ক সিটের টিকেট বিক্রিও শুরু হয়েছে। যার অর্থ যায় এই ফাউন্ডেশনে।

অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি ক্রিকেটার গ্লেন ম্যাকগ্রার স্ত্রী জেইন ম্যাকগ্রা স্তন ক্যানসারের সঙ্গে যুদ্ধে হার মেনে ২০০৮ সালে পরলোকগমন করেন। এর আগে ম্যাকগ্রা এবং তাঁর স্ত্রী মিলে গড়ে তুলেছিলেন দ্য ম্যাকগ্রা ফাউন্ডেশন।

ম্যাকগ্রা ফাউন্ডেশন হল অস্ট্রেলিয়ার একটি ক্যান্সার সহায়তা দাতব্য যা অস্ট্রেলিয়া জুড়ে ম্যাকগ্রা ক্যান্সার কেয়ার নার্সদের অর্থায়নের জন্য অর্থ সংগ্রহ করে এবং ক্যান্সারের আক্রান্ত মানুষ এবং তাদের পরিবারকে সহায়তা করার জন্য বিশ্ব-নেতৃস্থানীয় ক্যান্সার নার্সিং পরিষেবা সরবরাহ করে।

ম্যাকগ্রা ফাউন্ডেশন থেকে জানানো হয় “20 বছর ধরে, আমরা স্তন ক্যান্সারে আমাদের সব দিয়েছি এবং অনেকের জন্য অনেক কিছু অর্জন করেছি। আমরা সমস্ত ক্যান্সার রোগীদের যত্ন নিতে চাচ্ছি। এবং এটা করতে আমাদের আপনাদেড় সাহায্য প্রয়োজন।

আমরা সমগ্র অস্ট্রেলিয়া জুড়ে ম্যাকগ্রা ক্যানসার কেয়ার নার্সদের তহবিল দেওয়ার জন্য অর্থ সংগ্রহ করি এবং তাদের চিকিত্সার সময় যে কোনও ধরণের ক্যান্সারে আক্রান্ত ব্যক্তিদের বিশ্ব-নেতৃস্থানীয় ক্লিনিকাল, মনোসামাজিক এবং মানসিক সহায়তা প্রদান করি। কারণ যত্ন ছাড়া ক্যান্সারের প্রতিকার সম্ভব নয়।

এনআরএমএস ইনস্যুরেন্স পিঙ্ক টেস্টে ক্রিকেটারদের এমন আউটফিট এর আগেও দেখা গেছে। স্তন ক্যান্সার সচেতনতার জন্য ম্যাকগ্রা ফাউন্ডেশনের সাথে অস্ট্রেলিয়া ক্রিকেট দল প্রতিবছরের জানুয়ারিতেই এমন আয়োজনে অংশ নেয়।

তারই ধারাবাহিকতায় সিডনিতে আইকনিক পিঙ্ক টেস্টকে সামনে রেখে অস্ট্রেলিয়াকে আজ এমন ক্যাম্প আয়োজন করতে দেখা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Cricket Today
Theme BY Cricket Today