লাহোর কালান্দার্স তাদের এক্স-ফ্যাক্টর ক্রিকেটারদের জন্য ভিন্নধর্মী এক আয়োজন করে। যে ক্রিকেটারেরা এক্স-ফ্যাক্টর হিসেবে দুর্দান্ত পারফর্ম করেছেন তাদেরকে স্ক্র্যাচ কার্ডের মাদ্ধমে পুরস্কৃত করা হয়। যেখানে বিভিন্ন দেশে ঘুরতে যাওয়ার ট্রাভেল টিকেট দেয়া হয়। স্যাম বিলিংস এবং রিশাদ হোসেন, যথাক্রমে QG এবং KK-এর বিরুদ্ধে তাদের দুর্দান্ত পারফর্মেন্সের জন্য রিটার্ন টিকিট জিতেছেন।
রিশাদ স্ক্র্যাচ কার্ড ঘষে মাস্কটের টিকেট পান। যদিও পাশে থাকা সিকান্দার রাজা বলছিলেন রিশাদ যেনো মদিনার টিকেট পায়। রিশাদ একজন ধর্মপরায়ণ মানুষ তিনিও হয়তো মনে মনে সেটাই চাচ্ছিলেন। কিন্তু কার্ড ঘষতেই মাস্কটের টিকেট পান রিশাদ। স্যাম বিলিংস ও তার কার্ড ঘষে করাচির টিকেট পান। তাকে অবশ্য জানিয়ে দেয়া হয় সে তার পরিবারকে নিয়ে এই ট্রিপ দিতে পারবে। আর যদি সে নাও যেতে চায় এই টিকেটের ক্যাশ পরিমান টাকা তাকে দিয়ে দেয়া হবে। এর পর সিকান্দার রাজা অবশ্য নিজের কার্ড ঘষে দুবাইয়ের টিকেট পান। যদিও তিনি তাৎক্ষনি তার পুরস্কারটি সতীর্থ আব্দুল্লাহকে গিফট করে দেন।
লাহোর কালান্দার্স ফ্রাঞ্চাইজি এবারের পিএসএল জমিয়ে তুলতে নানা আয়োজন করে চলেছে। ইতোমধ্যেই নানা আয়োজনের মাধ্যমে পিএসএল আলোচিত হয়েছে। কয়েকদিন আগেই লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদিকে দলের মালিক পক্ষ থেকে আইফোন উপহার দেয়া হয়। না নিয়ে অনেক উদ্দীপনা দেখা গেছে ভক্তদের মাঝে।
দারুণ পিএসএল শুরু করা রিশাদ হোসেন সবশেষ দুই ম্যাচে খেলেননি। মুলতান সুলতানসের পর ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে তার একাদশে সুযোগ মেলেনি। আজ তার দল খেলতে নামবে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে।