সম্প্রতি শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে চরমভাবে হতাশার পর বাংলাদেশের ক্রিকেটের নীতিনির্ধারকেরা বেশ নড়েচড়ে বসেছিলেন ; অনেকের নাম-ই উঠে আসছিল যারা নতুন সুযোগ পাবে, নতুন পরীক্ষা দিবে জাতীয় দলে! সেই তরুণদের মধ্যে নাম ছিল সাইফ হাসান এর ; সাইফ হাসান মূলত পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে ডাক পাবে এটা রীতিমতো অপ্রত্যাশিত ছিল! সাইফের ব্যাটিং ইন্টেন্ট কোনোমতে-ই টি-টোয়েন্টির জন্য আদর্শ নয়। সেই টি-টোয়েন্টিতে রীতিমতো হতাশ করলো ; যার ফলশ্রুতিতে তিনি তৃতীয় টি-টোয়েন্টিতে বাদ পড়লেন!
এরপর চট্টগ্রামের প্রথম টেস্টেও সাইফ কোন আহামরি পারফরম্যান্স দেখাতে পারি নাই। আগামী চার তারিখ থেকে শুরু হতে যাওয়া ঢাকা টেস্টের পূর্বে এটা প্রত্যাশিত ছিল যে সাইফ প্রথম টেস্টের রেজাল্টের ভিত্তিতে দ্বিতীয় টেস্টের দলে মূল একাদশে থাকবে না। তবে এবার যে নিউজ সেটা হল : – পারফরমেন্সের কারণে নয় শারীরিক অসুস্থতা ‘ টাইফয়েডে ‘ আক্রান্ত হওয়ার কারণে দ্বিতীয় টেস্টে থাকছেন না ব্যাটসম্যান সাইফ হাসান।
চট্টগ্রাম টেস্ট শেষ করে ঢাকায় ফেরার আগে টাইফয়েডে আক্রান্ত ২৩ বছর বয়সি সাইফ হাসান। শারীরিক অসুস্থতার কারণে মঙ্গলবার রাতে টাইফয়েড পরীক্ষা করা হয়েছিল সাইফের ; যার ফল এসেছে পজিটিভ!
আজ দুপুরে দলের সঙ্গে ঢাকায় ফেরার কথা তার।
অন্যদিকে, সকল দর্শকদের জ্ঞাতার্থে – আশার কথা হচ্ছে ইনজুরির কারণে প্রথম টেস্টের দলে ছিলেন না সাকিব আল হাসান ; সাকিব আল হাসান ডাক পেয়েছেন দ্বিতীয় টেস্টে। অনুমিতভাবেই, সাকিব দ্বিতীয় টেস্টের মূল একাদশে থাকবেন এটা নিশ্চিত । সাকিবের সঙ্গে পেস আ্যটাকে যুক্ত হয়েছেন সাম্প্রতিক সময়ে নজরকাড়া পেসার তাসকিন আহমেদ।
পাকিস্তানের বিপক্ষে টাইগারদের দ্বিতীয় টেস্টে এমন একাদশ হতে পারে : –
১. সাদমান
২. নাজমুল শান্ত
৩. মমিনুল হক
৪. মুশফিকুর রহিম
৫. সাকিব আল হাসান
৬. লিটন দাস
৭. ইয়াসির রাব্বি
৮. মেহেদী মিরাজ
৯. তাইজুল ইসলাম
১০. তাসকিন আহমেদ
১১. ইবাদত হোসেন