প্রথমত টি-টোয়েন্টি সিরিজে চলছে ভরাডুবির পর ভরাডুবি তারপর আবার সেরা ওপেনার তামিম ইকবাল খান এর সার্ভিসটা ও নিয়মিত পাওয়া যাচ্ছে না! ইনজুরির কারণে চিকিৎসার জন্য লন্ডনে চলে গেছেন এই ওপেনার!
অন্যদিকে হ্যামস্ট্রিং ইনজুরিতে টি-টোয়েন্টি সিরিজ মিস করা সাকিব আল হাসানের খবর অনেকেই জানেনা! সাকিবের বিষয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক যে সাকিব-আল-হাসান পাকিস্তানের বিপক্ষে আদৌ চট্টগ্রামে বিশ্রামে থাকবেন কিনা!
এই কৌতুহলী প্রশ্ন দেশের অনেক ভক্ত-সমর্থকদের মনে বাসা বেধেছে! তাছাড়া অন্যদিকে যেখানে পাকিস্তানের টেস্ট দল চলতে টি-টোয়েন্টি সিরিজের মধ্যেই ঢাকায় মাটিতে পা রেখেছে সেখানে বাংলাদেশ ক্রিকেট দল এখনো টেস্ট দল ঘোষণা করা হয় নাই।
তবে হ্যাঁ এবারে সাকিবের বিষয় কিছুটা প্রশ্নের উত্তর জানা গেছে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু কন্ঠে!
সাকিবের বিষয়ে নান্নু বলেন যে : – ” সাকিব সম্ভবত কাল ( ২২ নভেম্বর ) সোমবার দেশে ফিরবেন। আসলে সাকিবের সবকিছু দেখভাল করছেন ফিজিও জুলিয়ান ক্যালেফাতো। দেশে ফেরার পর সাকিবের অবস্থা খুঁটিয়ে দেখবেন তিনি। তারপর যে রিপোর্ট দেবেন, তার প্রেক্ষিতেই আমরা করণীয় ঠিক করবো।
আরও জানা গেছে যে, – দেশে ফেরার পর সাকিবের একটা MRI টেস্ট করানো হবে। সেই টেস্টের রিপের্টের ওপর নির্ভর করবে অনেক কিছু। রিপোর্ট ভাল আসলে হয়ত সাকিবকে চট্টগ্রাম টেস্টে দেখা যাবে। না হয় বিশ্রামেই থাকতে হবে।
এখানে উল্লেখযোগ্য যে – ‘ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের শিকার হয়ে ওয়ান ডাউন থেকে ওপেনার হিসেবে ব্যাটিং করাই তার শেষ ম্যাচ। এরপর দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ দুই ম্যাচে মাঠে নামেননি সাকিব। ‘
আরব আমিরাত থেকে সোজা চলে যান যুক্তরাষ্ট্রে স্ত্রী ও সন্তানদের কাছে। সেখান থেকে ফেরার পর হ্যামস্ট্রিং ইনজুরিমুক্ত হলেই কেবল তার প্রথম টেস্ট খেলা সম্ভব। না হয় ঢাকায় অনুষ্ঠেয় দ্বিতীয় টেস্টের দিকে তাকিয়ে থাকতে হবে।
এবার পাঠকদের জ্ঞাতার্থে চোখ বুলানো যাক টেস্ট সিরিজের সময়সূচিতে : –
★. ২৬ নভেম্বর – ৩০ নভেম্বর : – প্রথম টেস্ট ( জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম )
★. ৪ ডিসেম্বর – ৮ ডিসেম্বর : – দ্বিতীয় টেস্ট ( শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর )