অবশেষে সবুজ গালিচায় সাকিব ; নিজের ক্রিকেট একাডেমিতে ( মাসকো-সাকিব ক্রিকেট একাডেমি ) গতকাল অনুশীলন করেছেন সাকিব আল হাসান । সে সময় সাকিবকে ব্যাটিংয়ের বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন সাকিবের ঘনিষ্ঠ কোচ মোহাম্মদ সালাউদ্দিন ; মোহাম্মদ সালাউদ্দিন মাসকো-সাকিব ক্রিকেট একাডেমির মূল দায়িত্বেও রয়েছেন। একাডেমির অনেক ক্ষুদে ক্রিকেটারই আসেন শুধুমাত্র স্বনামধন্য গুরু সালাউদ্দিনের সান্নিধ্য পাওয়ার জন্য ।
সাকিব মূলত গত দিন শুধুমাত্র ব্যাটিং নিয়ে কাজ করেছেন ; এ সময় ব্যাটিংয়ে তাকে বেশ কম্ফোর্টেবল লেগেছে!
মাসকো সাকিব একাডেমির একটা সূত্র’র কল্যাণে জানা যায় গতকাল সকালের দিকে মাঠে আসেন সাকিব। একাডেমির প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সাথে নেটে অনুশীলন করেছেন প্রায় আড়াই ঘণ্টা। নেটে ভালো ছন্দেই ছিলেন সাবলীল ব্যাটিং করেছেন।
সবশেষ অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিব হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছিলেন যার ফলশ্রুতিতে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ মিস করেছেন এবং চলতি বর্তমান প্রথম টেস্ট মিস করছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
চোট থাকাকালীন সেই সময়গুলো তিনি পরিবারের সাথে কাটিয়েছেন। সাকিব মূলত টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেই দেশে ফিরে আসেন তবে পুরোপুরি ফিট না হওয়ায় চট্টগ্রাম টেস্ট মিস করেছেন।
আগামী ৪ ডিসেম্বর থেকে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে মিরপুরের মাটিতে । এই ম্যাচকে সামনে রেখে সাকিব আজ ( ২৯ নভেম্বর ) বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এসে ফিটনেস যাচাই করে গেলেন।
এক গুরুত্বপূর্ণ উৎস হতে জানা গিয়েছে যে : ” সাকিব আজ ফিটনেস টেস্ট দিয়েছে। হ্যামস্ট্রিং ইঞ্জুরি থেকে সেরে উঠেছে কি না তা জানা যাবে। ফিটনেস টেস্টের রিপোর্ট এখন টিম ম্যানেজমেন্টের কাছে আছে। “
এখানে উল্লেখ্য যে, চট্টগ্রাম টেস্টের চতুর্থ বা পঞ্চম দিনে ঢাকা টেস্টের দল ঘোষণা করার কথা রয়েছে সেখানে সাকিব আদৌ থাকবে কিনা সেটা একান্তই টিম ম্যানেজমেন্ট এবং সাকিব সিদ্ধান্ত নেবে রিপোর্ট দেখার পর