শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০২:০২ পূর্বাহ্ন

উইজডেনের বিশ্বসেরা ওয়ানডে এবং টেস্ট দল ঘোষণা, আছেন সাকিব!

আকাশ দাশ সৈকত
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
উইজডেনের বিশ্বসেরা ওয়ানডে এবং টেস্ট দল ঘোষণা, আছেন সাকিব!
shakib al hasan wisden 11

বর্তমান সময়ের ক্রিকেটের বিখ্যাত প্ল্যাটফর্ম উইজডেন ক্রিকেট নিজেদের বিশ্বসেরা ওয়ানডে এবং টেস্ট দল ঘোষণা করেছে। যেখানে একমাত্র বাংলাদেশী ক্রিকেটার হিসেবে ওয়ানডে দলে জায়গা করে নিয়েছে অলরাউন্ডার সাকিব আল হাসান।

বর্তমান সময়ে নিজ দেশের হয়ে ক্রিকেটের বাইশ গজ মাতিয়ে চলা ক্রিকেটারদের নিয়ে উইজডেন লেখকরা ঘোষণা করলো নিজেদের পছন্দের টেস্ট এবং ওয়ানডে একাদশ। যেখানে দীর্ঘদিন ধরে বাংলাদেশ দলের হয়ে প্রতিনিধিত্ব করা সাকিব আল হাসানকে অলরাউন্ডারের ভূমিকায় ওয়ানডে দলে রেখেছে উইজডেন ক্রিকেট। সাকিব ছাড়াও ওয়ানডে ক্রিকেটে উইজডেনের পছন্দের তালিকায় ওপেনার হিসেবে থাকছেন বিশ্ব ক্রিকেটের হিটম্যান খ্যাত ভারতীয় ওপেনার রোহিত শর্মা এবং ইংলিশ হার্ডহিটার জনি বেয়ারস্টো। দুই ওপেনারের পরের জায়গায় আছেন যথাক্রমে ভারতীয় সাবেক অধিনায়ক ভিরাট কোহলি এবং পাকিস্তান দলের বর্তমান অধিনায়ক বাবর আজম ভারতীয় তরুণ ব্যাটার লোকেশ রাহুলের নাম। উইজডেনের পছন্দের একমাত্র স্পিনার হিসেবে থাকছে অস্ট্রেলিয়ান অ্যাডাম জম্পা। অন্যদিকে বাকি চার পেসার হলেন ইংল্যান্ডের ক্রিস ওকস অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট এবং ভারতের জাসপ্রিত বুমরাহ।

এইদিকে উইজডেন লেখকদের পছন্দের টেস্ট একাদশে আছেন চার ভারতীয় ক্রিকেটার ওপেনার রোহিত শর্মা পেসার জাসপ্রিত বুমরাহ এবং দুই স্পিনার রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। তিনজন অস্ট্রেলিয়ান হিসেবে আছেন পেসার প্যাট কামিন্স এবং দুই ব্যাটার মার্নাস লাবুশেন ও স্টিভ স্মিথ দুইজন ইংলিশ ক্রিকেটার হিসেবে আছেন জেমস অ্যান্ডারসন এবং জো রুট। অন্যদিকে একজন করে আছেন পাকিস্তান এবং নিউজিল্যান্ডের ক্রিকেটার।

একনজরে উইজডেনের বিশ্বসেরা টেস্ট দল :

রোহিত শর্মা, মার্নাস লাবুশেন, জো রুট, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, প্যাট কামিন্স, জেমস অ্যান্ডারসন, জাসপ্রিত বুমরাহ। একনজরে উইজডেনের বিশ্বসেরা ওয়ানডে দলঃ রোহিত শর্মা, জনি বেয়ারস্টো, বিরাট কোহলি, বাবর আজম, লোকেশ রাহুল, সাকিব আল হাসান, অ্যাডাম জাম্পা, ক্রিস ওকস, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, জাসপ্রিত বুমরাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Cricket Today
Theme BY Cricket Today