বাইক দূর্ঘটনায় আহত হয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্ন।
আলোচনা কিংবা সমলোচনা সবসময় সংবাদমাধ্যমগুলোতে শিরোনামের পাতায় থাকা অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটকার শেন ওয়ার্নারের যেন এটা ছিলো অভ্যাস। তবে এতোদিন ক্রিকেট নিয়ে আলোচনা কিংবা সমলোচনায় শিরোনামের পাতায় থাকলেও এবার কিন্তু ক্রিকেট নিয়ে নয় বরং যেই কারণে শিরোনামের পাতায় উঠে এসেছে ওয়ার্নের নাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না সাবেক অজি লেগস্পিনার।
গত ২৮শে নভেম্বর (রবিবার) ছেলেকে নিয়ে বাইক চালানোর সময় হঠাৎ পিছলে পড়ে গিয়ে বাইক দূর্ঘটনার শিকার হয়ে মারাত্মকভাবে আহত হয়েছেন ওয়ার্ন। ওয়ার্নের কথা মতে ৩০০ কেজি ওজনের বাইকের আঘাতে পা এবং অ্যাঙ্কেলে চোট পেয়েছেন তিনি। প্রথমদিকে তেমন কোন ব্যাথা অনুভব না হলে আজ সকালে ঘুম থেকে উঠে তীব্র ব্যথা অনুভব করছেন বলে জানিয়েছেন তিনি।
নিজের দূর্ঘটনা নিয়ে আজ ওয়ার্ন বলেন, “বাইক নিয়ে আমি পিছলে পড়ি এবং আমার কোমর নিচে আঘাত পায়। ৩০০ কেজি ওজনের বাইকটা আমার অ্যাঙ্কেলের ওপর এসে পড়ে। ভেবেছিলাম তেমন কিছু হয়নি। কিন্তু আজ (সোমবার) সকাল ঘুম থেকে উঠে ব্যথায় নড়তে পারছিলাম না”
আর মাত্র কয়েকদিন পর অ্যাশেজ সিরিজ যেখানে গ্যাবা টেস্টে ধারাভাষ্য প্যানেলে রয়েছে ওয়ার্নের নাম ও। তবে অ্যাশেজের আগে নিজেকে পুরোপুরি সুস্থ করে তুলবেন বলে আশাবাদী এই অজি কিংবদন্তি।