রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:১২ পূর্বাহ্ন

রেকর্ডময় দিন পার করলো তাইজুল ইসলাম!

তানভীর আহমেদ
  • Update Time : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ৪৪৩ Time View
রেকর্ডময় দিন পার করলো তাইজুল ইসলাম!
taijul islam

আজ রোববার দিনের প্রথম সেশনে তিন উইকেট নিয়েছিলেন তাইজুল ইসলাম। এরপরের সেশনে অর্থাৎ দ্বিতীয় সেশনে এসে সেঞ্চুরিয়ান আবিদ আলির পর হাসান আলিকেও সাজঘরের পথ দেখিয়েছেন এই বাহাতি স্পিনার। এর ফলশ্রুতিতে পূরণ হয়েছে তার আরও একটা ফাইফার। টেস্ট ক্যারিয়ারে তাইজুলের নবম ফাইফার এটি।


মুলত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট ম্যাচটির তৃতীয় দিনের খেলা শুরু হয়েছে সাত মিনিট আগে। আগের দিন খানিকটা আগে খেলা শেষ হয়েছিল বলে আজ সাত মিনিট এগিয়ে আনা হয় তৃতীয় দিনের খেলা। ওই সাত মিনিট জুড়ে চলল বাংলাদেশিদের উল্লাস।

দেশের পক্ষে সর্বোচ্চ ১৮ বার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এরপরই তাইজুলের অবস্থান। ক্যারিয়ারের ৩৪ টেস্টের ৫৮ তম ইনিংসে নবমবারের মতো ৫ উইকেট নিলেন তিনি। পাকিস্তানের বিপক্ষে এটি তার দ্বিতীয় ফাইফার।

২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে ১৬৩ রান খরচায় নিয়েছিলেন ৬ উইকেট। পূর্বের সেই রেকর্ডটি আজ তাইজুল ছাড়িয়ে গেলেন পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে তাইজুল! আজ পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে নিয়েছেন সাত উইকেট!
উপরন্তু এর অনেক পূর্বেই তিনি আরও একটা রেকর্ড লিখেছেন ইতিহাসের পাতায় বাংলাদেশের টেস্ট ক্রিকেটে ; সেটি হল : আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ৯ম ক্রিকেটার হিসেবে ১৫০ উইকেটশিকারির তালিকায় প্রবেশ করেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

সাদা পোশাকের এই ফরম্যাটে সাকিব আল হাসান এবং তাইজুল ইসলাম নিয়মিত মুখ। দেশের মাটিতে সাকিব আল হাসান এর পর বেস্ট স্পিনার অপশন একমাত্র তাইজুলের রয়েছে বর্তমান সময়ে! তবে এবার ইনজুরির কারণে সাকিব দলে না থাকায় সবার একটি আলাদা প্রত্যাশা ছিল তাইজুলের দিকে। চট্টগ্রাম টেস্ট শুরুর আগে দুজনেরই ছিল সমান ৮ বার করে ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি। পাকিস্তানের বিপক্ষে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচের প্রথম ইনিংসেই এক ধাপ এগিয়ে গেলেন তাইজুল ইসলাম। মেহেদি হাসান মিরাজকে ছাড়িয়ে গেলেন ফাইফারের তালিকায়। আজকের আগে বাংলাদেশের ৮ ক্রিকেটার ১৫০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন। তারা হলেন, সাকিব আল হাসান, মাশরাফী বিন মোর্ত্তজা, আব্দুর রাজ্জাক, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ রফিক, রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদ।

সকল দর্শকদের জ্ঞাতার্থে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ফাইফারের তালিকা নিম্নে দেওয়া হল :

১.সাকিব আল হাসান – ৯৮ ইনিংস ; ১৮ বার
২. তাইজুল ইসলাম – ৫৮ ইনিংসে ; ৯ বার
৩.মেহেদি হাসান মিরাজ – ৪৭ ইনিংসে ; ৮ বার
৪.মোহাম্মদ রফিক – ৪৮ ইনিংসে ; ৭ বার
৫.শাহাদাত হোসেন – ৬০ ইনিংসে ; ৪ বার

এর আগে বাংলাদেশের ৮ ক্রিকেটার ১৫০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন। তারা হলেন, সাকিব আল হাসান, মাশরাফী বিন মোর্ত্তজা, আব্দুর রাজ্জাক, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ রফিক, রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Cricket Today
Theme BY Cricket Today