অবশেষে দিল্লির একাদশে জায়গা হয়েছে মুস্তাফিজুর রহমানের। মুম্বাই ইন্ডিয়ান্স বনাম দিল্লী ক্যাপিটালস ম্যাচে মুস্তাফিজকে দলে নিয়েছে তার দল দিল্লী। এই ম্যাচে টসে জিতে মুম্বাই ইন্ডিয়ান্স আগে ফিল্ডিং বেছে নেয়। ফলে আগে আগে ব্যাটিং করে মুস্তাফিজদের দিল্লি।
মুস্তাফিজ এর আগে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে একটি সিজন খেলেছেন। তাই হয়তো এই ম্যাচে মুস্তাফিজের অভিজ্ঞতা কাজে লাগাতেই তাকে সেরা একাদশে নিয়েছে দিল্লী। এর আগে দিল্লি মুস্তাফিজকে একাদশে না রাখলেও মুস্তাফিজের ছবি তাদের সামাজিক মাধ্যমগুলোতে প্রতিনিয়ত পোস্ট করে ভিউ লুফে নিতে ভুল করেনি।
তিন ম্যাচ সাইড বেঞ্চ গরম করার পর দিল্লি ক্যাপিটালসের একাদশে সুযোগ পেয়েছেন মুস্তাফিজুর রহমান। রাইলি রুশোর জায়গায় মুস্তাফিজকে নেওয়া হয়েছে। দিল্লির একাদশে আরও একটি পরিবর্তন আছে। ইনজুরিতে ছিটকে গেছেন খলিল আহমেদ, তার জায়গায় এসেছেন যশ ধুল। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
দিল্লির হয়ে আইপিএল খেলতে গত ১ এপ্রিল ভারতে যান মুস্তাফিজুর রহমান। তাকে রীতিমতো ভাড়া করা বিমানে করে নিয়ে যায় দিল্লি ফ্র্যাঞ্চাইজি। কিন্তু পরবর্তী তিন ম্যাচ তাকে বসে থাকতে হয়েছে। আজ অবশেষে মুম্বাই ইন্ডিয়াসের বিপক্ষে তার সুযোগ হলো। নিশ্চয়ই এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করবেন মুস্তাফিজ।
দিল্লি ক্যাপিটালস একাদশ : ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), পৃথ্বী শ, মনীশ পাণ্ডে, যশ ধুল, রোভম্যান পাওয়েল, ললিত যাদব, অক্ষর প্যাটেল, অভিষেক পোরেল, কুলদীপ যাদব, আনরিখ নরকিয়া, মুস্তাফিজুর রহমান।