গ্লোবাল টি ২০ লিগে সুরে জাগুয়ার্সের হয়ে খেলতে গিয়েছিলেন লিটন কুমার দাস। প্রথম ম্যাচ থেকেই তিনি দলে থাকলেও এখন পর্যন্ত বলার মতো কোনো পারফর্মেন্স করতে পারেনি লিটন দাস। ইতোমধ্যে তার দল নিজেদের ৬ ম্যাচ খেলে ফেলেছে। ষষ্ঠ ম্যাচে এসেই হেসেছে লিটনের ব্যাট।
এই ম্যাচে ব্রাম্পটন উলভ নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৮ রান তুলতে সক্ষম হয়। ১২৯ রানের লক্ষে সুরে জাগুয়ার্স ব্যাট করতে নামলে শুরুর দুই ব্যাটারই ব্যার্থ হন। তিনে নেমে লিটন দাস অসাধারণ ব্যাটিং নৈপুণ্য দেখিয়েছেন। লিটন তিনটি করে চার ছয়ের মারে মাত্র ৪৫ বলে ৫৯ রানের ঝকঝকে এক ইনিংস উপহার দেন। এদিন দলের হয়ে সর্বোচ্চ রান করেন লিটন দাস। এই ম্যাচে মাত্র ৪ উইকেট হারিয়ে ১৮.১ ওভারেই জয় তুলে নেয় লিটনের শুরে জাগুয়ার্স।
পারফরমেন্সের বিচারে লিটনই ম্যান অফ দা ম্যাচের পুরস্কার পেয়েছেন। জয়ের পর লিটন দাস সাক্ষাৎকার দিয়েছেন শুরে জাগুয়ার্সকে। সঞ্চালিকা লিটন দাসের কাছে জানতে চান এমন অবিশ্বাস্য পারফর্ম করে আপনার কেমন লাগছে উত্তরে লিটন বলেন , এমন চমকপ্রদ পারফর্মেন্স করতে পেরে আমি খুবই খুশি, আমি এই সুযোগেরই অপেক্ষায় ছিলাম। এবং দলের জন্য এটা করতে পেরে আমি ভালো অনুভব করছি।
এর পর সঞ্চালিকা লিটনকে জিজ্ঞেস করেন,আপনাদের দ্রুত ৩ টি উইকেট পরে গিয়েছিলো, তার পরে আপনার প্ল্যান কি ছিলো? লিটন বলেন তারা আমাদেরকে বড় লক্ষ দিতে পারে নি। আমি ভেবেছি ১০ ওভার উইকেটে থাকি তার পর দেখি কি হয়। এভাবেই ভেবেছি আমি।
এই জয়ে লিটনদের শুরে জাগুয়ার্স পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে। ৬ ম্যাচ খেলে ৩টিতে জয় ও ২টি ম্যাচ পরিত্যাক্ত হওয়ায় ২ পয়েন্ট নিয়ে সর্বমোট ৮ পয়েন্ট পেয়েছে জাগুয়ার্স। এখন পর্যন্ত একটি ম্যাচে পরাজিত হয়েছে লিটনরা।