মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে বিশ্বকাপের সেমিফাইনালের লড়াই দেখা গেলো। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। ম্যাচ শুরুর আগেই অবশ্য মাঠেই দেখা যায় রণবীর কাপুরকে। ষ্টার স্পোর্টসের সঞ্চালকের সাথে তিনিও মাঠে দাঁড়িয়ে কথা বলেন। এসময় রণবীর বিরাট কোহলির বায়োপিকে তার কাজ করার প্রসঙ্গে জানান। যদি বিরাট কোহলির উপর একটি বায়োপিক তৈরি করা হয়, তাহলে কোহলির উচিত এতে কোহলির ভূমিকায় অভিনয় করা। কারণ বিরাটকে অনেক অভিনেতার চেয়ে ভাল দেখায় এবং তার ফিটনেসও খুব ভাল।
এর পর খেলা শুরু হলে রণবীর ভারতের জার্সিতে গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন। এসময় তার পাশে বলিউডের আরো তারকাদের দেখা যায়।
কিয়ারা আদভানি, সিদ্ধার্থ মালহোত্রা এবং জন আব্রাহামকেও ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ দেখার জন্য ওয়াংখেড়ে স্টেডিয়ামে দেখা গিয়েছে। রণবীর কাপুরের পাশে তারা সবাই এক সাথে বসেই খেলা দেখেছেন। এ সময় আকাশ অম্বানিকেও রণবীরের সাথে বসে খেলা দেখতে দেখা যায়। আকাশ আম্বানির সঙ্গে বসেছেন রণবীর কাপুর। ম্যাচ চলাকালীন তাদের আলাপচারিতাও দেখা যেত। রণবীর তার আসন্ন ছবি ‘অ্যানিমাল’-এর প্রচারের জন্য অনুষ্ঠানস্থলে রয়েছেন। কেননা তার জার্সিতে এনিম্যাল লেখা ছিলো ,
মুকেশ আম্বানিকেও ভারত বনাম নিউ জিল্যান্ডের ম্যাচ উপভোগ করতে দেখা গেছে।
কিয়ারা এবং সিদ্ধার্থকে সাদা পোশাকে দেখা গেছে, জন স্টেডিয়ামে একটি কালো টি-শার্ট পরে এসেছিলেন।
অনুষ্কা শর্মাকে দেখা যায় আলাদা ক্রিকেটারদের স্ত্রীদের সাথে বসতে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা শুরুর আগেই গ্যালারিতে দেখা গিয়েছিল তাঁকে। ভারতের বাকি ক্রিকেটারদের স্ত্রী, বান্ধবীর সঙ্গেই তিনি বসেছিলেন। ম্যাচের নবম ওভারের হঠাৎই হাঁফ ছেড়ে বাঁচলেন সেই অনুষ্কা শর্মা। স্বস্তির নিঃশ্বাস ফেললেন তিনি। কী হয়েছিল সেই সময়ে?
তখন সবে ক্রিজে নেমেছেন কোহলি। নবম ওভারের খেলা চলছে। টিম সাউদির চতুর্থ বলটাই আছড়ে পড়ল প্যাডে। রোহিত শর্মার আউটের পর রক্তের স্বাদ পেয়ে যাওয়া ১১ জন কিউয়ি ক্রিকেটার সমবেত স্বরে চিৎকার করলেন। মাঠে থাকা আম্পায়ার তাতে কর্ণপাত না করলেও ওয়াংখেড়েতে তখন শ্মশানের নিস্তব্ধতা। নিউ জ়িল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন একে একে সতীর্থদের গিয়ে জিজ্ঞাসা করছেন কী করা উচিত? শেষে ডিআরএস-ই নিলেন।
ডিআরএস-এ প্রথমে অন্য ক্যামেরা দিয়ে ঘটনাটি দেখানো হচ্ছিল। তার পরে স্নিকোমিটারে দেখা গেল, বল আগে লেগেছে কোহলির ব্যাটে। তখন তৃতীয় আম্পায়ার কোহলিকে ‘নট আউট’ দেওয়ার সিদ্ধান্ত নিলেন। ক্যামেরা ধরল অনুষ্কাকে। হাত দিয়ে মুখ ঢেকে হতাশ হয়ে বসেছিলেন। আম্পায়ারের সিদ্ধান্ত ঘোষণা হতে হাঁফ ছাড়লেন। হাততালি দিয়ে সমর্থন জানালেন কোহলিকে।