রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:১৫ পূর্বাহ্ন

দুই নারী ক্রিকেটার ‘ ওমিক্রনে ‘ আক্রান্ত!

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ২৮০ Time View

মাত্র কয়েকটি দিন আগের কথা ; বিশ্বকাপের বাছাইপর্ব শেষ করে দেশে ফিরেছিলেন বাংলাদেশ নারী ক্রিকেট দল । জিম্বাবুয়ে থেকে দেশে আসার পরপর-ই দুইজন নারী ক্রিকেটারের করোনায় আক্রান্তের খবর নিশ্চিত হওয়া যায় গণমাধ্যম এর বরাতে! সেই খবরটা আরও হতাশাময়পূর্ন হয়ে নতুন খবরে রূপান্তর নিলো! জিম্বাবুয়ে ফেরত নারী দলের স্কোয়াডে থাকা দুজন নারী ক্রিকেটার এর শরীরে করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ ওমিক্রন ‘ শনাক্ত হয়েছে। এই খবর টা আজ নিশ্চিত করেছে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী।

রাজধানীর এক হাসপাতালে সাংবাদিকদের খবরটি নিশ্চিত করেন মাননীয় মন্ত্রী!

সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন : ” এখন পর্যন্ত ৬২ দেশে পাওয়া গেছে ওমিক্রন। এটি খুব দ্রুত ছড়ায়। কিন্তু উপসর্গ মৃদু। আমাদের দুজন যে নারী ক্রিকেটার, তাঁদের শরীরে ওমিক্রন পাওয়া গেছে। তাঁদের আমরা কোয়ারেন্টিনে রেখেছি। তাঁরা সুস্থ আছেন। তাঁদের চিকিৎসার জন্য যা যা দরকার, সব ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁদের মাঝে মধ্যে পরীক্ষা করে দেখা হচ্ছে। তাঁদের জ্বরের অবস্থা দেখা হচ্ছে।
এটা দেখার জন্য আমাদের সময় লাগবে। আমরা দুই সপ্তাহ দেখব তাঁদের অবস্থা। পুরোপুরি সুস্থ হলে তাঁদের কোয়ারেন্টিন থেকে ছাড়তে পারব। তাঁদের সঙ্গে যাঁরা ছিলেন বা এসেছেন, আমরা সবার পরীক্ষা করেছি “

এছাড়া অন্যদিকে, বাংলাদেশে ওমিক্রনে আক্রান্ত শনাক্তের তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। তিনি সাংবাদিকদের বলেন : ” বাংলাদেশের দুজন নারী করোনার নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। দুজনসহ আরও কয়েকজন জিম্বাবুয়ে থেকে নামিবিয়া হয়ে দেশে আসেন। তাদের কোয়ারেন্টিনে রেখে প্রথম নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ আসে। দ্বিতীয়বার পরীক্ষা করানো হলে দুজনের ওমিক্রন শনাক্ত হয়। এখন তাঁরা কোয়ারেন্টিনে আছেন। তাঁদের সংস্পর্শে যারা ছিলেন, তাদেরও কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তাদের শারীরিক অবস্থা ভালো। “

বাংলাদেশ নারী ক্রিকেট দল জিম্বাবুয়ে থেকে দেশে পা রেখেই বাধ্যতামূলক কোয়ারেন্টিনে ছিলো। রাজধানীর মাটিতে পা রেখে প্রথম পরীক্ষায় দুজন করোনা পজিটিভ হন। এই খবরটি জানায় বিসিবি ( বাংলাদেশ ক্রিকেট বোর্ড ) এর মেডিকেল বিভাগ। তবে, তাদের নাম প্রকাশ করা হয়নি। করোনায় আক্রান্ত দুই ক্রিকেটারকে আইসোলেশনে রাখা হয়। বাকি ক্রিকেটারদের হোটেলেই নিরাপদে রাখা হয়।

আক্রান্তদের শরীরে তখন করোনার নতুন ধরন ওমিক্রন ছিল কি না সে ব্যাপারে জানা যায়নি।

এখানে প্রসঙ্গত যে : – প্রথমবার এর মতো নারী বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত করে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাছাইপর্ব খেলতে নারীরা আফ্রিকার দেশ জিম্বাবুয়েতে ছিলেন। সেখানে তাদের মিশন্টা বেশ ভালো হয়েছিল। তারপর পর-ই করোনার নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আইসিসি বাছাইপর্বের খেলা বাতিল করে। র‍্যাঙ্কিং অনুযায়ী বাছাইপর্ব থেকে বিশ্বকাপের মূল দলের টিকেট পেয়ে যায় বাংলাদেশ ; এই সমান সুবিধা পেয়েছে পাকিস্তান নারী ক্রিকেট দল ও ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Cricket Today
Theme BY Cricket Today