নিউজিল্যান্ডের দেয়া ৩৬০ রানের বিশাল লক্ষ্য তারা করতে নেমে চমক দেখিয়েছে আয়ারল্যান্ড। কিন্তু সেই চমকের শেষটা ছিলো বেদনার, কারণ আয়ারল্যান্ড মাত্র ১রানের ব্যাবধানে ম্যাচটি হেরে যায়। অর্থাৎ ৩৫৯ রানেই শেষ হয়ে যায় তাদের ৫০ ওভারের খেলা। তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে এমন হার হয়তো মেনে নিতে কষ্ট হচ্ছে আয়ারল্যান্ডের। কিন্তু তাদের এমন লড়াই করাটাও কম গর্বের নয়। নিউজিল্যান্ডের দেয়া ১৬০ রানের লক্ষে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ডের হয়ে পল স্ট্রিলিং করেছেন ১০৩ বলে ১২০ রান। হ্যারি টেক্টর ১০৬ বলে করেছেন ১০৮ রান। এছাড়া এনডি এমসিব্রাইন করেছেন ২০ বলে ২৬ রান।
১২৬ বলে ১৫ বাউন্ডারি আর ২ ছক্কায় ১১৫ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত গ্যারেথ ডেলানির এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন গাপটিল। হেনরি নিকোলসেরও সুযোগ ছিল সেঞ্চুরি তুলে নেওয়ার।
তবে মারমুখী খেলতে গিয়ে উইকেট হারিয়েছেন তিনি। ৫৪ বলে ৭ চার আর ৩ ছক্কায় ৭৯ রান করে উইল ইয়ংয়ের বলে বোল্ড হন নিকোলস। এরপর দলকে বড় সংগ্রহ এনে দেওয়ার কাজটি করেছেন গ্লেন ফিলিপস।
ডানহাতি এই ব্যাটার ইনিংসের ১৪ বল বাকি থাকতে আউট হন ৩০ বলে ৪৭ রানের ক্যামিও খেলে। শেষদিকে মাইকেল ব্রেসওয়েলের ১৬ বলে ২১ আর মিচেল স্যান্টনারের ১০ বলে অপরাজিত ১৪ রানে ৩৬০ তুলেছে কিউইরা।
আইরিশ বোলারদের মধ্যে সবচেয়ে সফল জস লিটল ২ উইকেট নিলেও ১০ ওভারে খরচ করেছেন ৮৪ রান।