বাংলাদেশ বনাম ইংল্যান্ড ১ম ওডিআই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। বাংলাদেশ দলের হয়ে ওপেনিংয়ে ব্যাট করতে নামেন তামিম ইকবাল ও লিটন দাস। শুরুতেই দুজনে দেখে শুনে খেলছিলেন। দলীয় ৩৩ রানের মাথায় ক্রিস ওক্সের বলে এল্ভিডাব্লিউ এর ফাদে পা দিয়ে ১৫ বল খেলে ৭ রান করে ফিরে যান লিটন দাস। লিটন রিভিউ নিলেও তাতে কোন কাজ হয়নি।
এর পর তামিমের সাথে ব্যাটিংয়ে আসেন নাজমুল হোসেন সান্ত। তবে শান্ত-তামিম জুটি বেশিক্ষন দীর্ঘস্থায়ী হয়নি । মার্ক উডের দুর্দান্ত এক ডেলিভারিতে সরাসরি বোল্ড হয়ে ফেরেন তামিম । ৩২ বল খেলে ২৩ রান নিয়ে পাভিলিওনের পথ ধরেন তামিম ।
এর পর মুশফিক-শান্ত ধির গতিতে খেলতে থাকেন । স্কোর বোর্ডে বেশ কিছু রানও যোগ করেন দুজন। এর পর আদিল রশিদের বলে ৩৪ বলে ১৭ রান করে আউট হয়ে ফেরেন মুশফিকুর রাহিম। শান্তর সাথে এর পর ব্যাটিংয়ে আসেন সাকিব আল হাসান । এদিন সাকিব হাত খুলে খেলতে পারেন নি । ১২ বল খেলে মাত্র ৮ রান করে এল্ভিডাব্লিউ হয়ে ফেরেন তিনিও ।
এর পর মাহমুদুল্লাহ-শান্ত মিলে স্কোর বোর্ড বাড়াতে থাকেন । এক দিকে শান্ত সাবলীল ব্যাটিং করে তার অর্ধশত পুরন করেন । ৫টি চারের মারে এই রান করেন শান্ত। এর পর আদিল রশিদের বলে জেসন রয়ের হাতে ৮২ বলে ৫৮ রান করে আউট হয়ে ফেরেন শান্ত । এর পর মাহমুদুল্লাহও টিকতে পারেন নাই । তিনি ৪৮ বল খেলে ৩ চারের মারে ৩১ রান করে আউট হয়ে যান ।
এর পর উইকেটে আফিফ হোসেন ও মেহেদি হাসান মিরাজ ব্যাটিং করতে আসেন। এই দুজন খুব একটা সুভিধা করতে পারে নাই । শেষ দিকে তাসকিন-তাইজুল কিছু রান করে ২০০ রানের গন্ডি পার করেন । শেষ পর্যন্ত ১০ উইকেট হারিয়ে ২০৯ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস।
২১০ রানের টার্গেটে ব্যাট করতে নামে ইংল্যান্ড । ইংল্যান্ড দলের হয়ে ওপেনিং করতে নামেন জেসন রয় ও ফিল সল্ট । ইংল্যান্ড দল ব্যাটিং করতে নেমে শুরুতেই সাকিবের হাতে ধরা পরে। ওপেনার জেসন রয় মাত্র ৪ রান করেই সাকিবের বলে তামিমের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান।
এর পর ডেভিড মালান উইকেটে এসে দেখে শুনে খেলতে থাকে। কিন্তু অন্ন প্রান্তে থাকা ফিল সল্ট তাইজুলের বলে বোল্ড হয়ে ফেরেন। তিনি মাত্র ১২ রান করেন। এর পর জেমস ভিন্স ও সুভিধা করতে পারেন নি। তাকেও ৬ রানের মাথায় সাজঘরে পাঠায় তাইজুল। এর পর একই পথে হাটেন ইংল্যান্ড এর অধিনায়ক জস বাটলার। তাসকিনের বলে সহজ ক্যাচ দিয়ে মাত্র ৯ রান করে আউট হয়ে যান।
বাটলার ফেরার পর উইকেটে আসে উইল জ্যাকস। ডেভিড মালান-উইল জ্যাকস জুটি গড়ে ইংল্যান্ড দলের রান বাড়াতে থাকে । এর পর উইল জ্যাকস ৩১ বলে ২৬ রান করে ফেরেন। তিনি আউট হতেই ব্যাটিংয়ে আসেন মইন আলী। তিনিও ইনিংস বড় করতে বার্থ হন। ৩২ বল খেলে মাত্র ১৪ রান করে মেহেদী মিরাজের বলে বোল্ড হয়ে ফেরেন মইন। একদিকে ডেভিড মালান দলকে এগিয়ে নিয়ে জেতে থাকেন অন্নদিকে একের পর এক ব্যাটার আসা যাওয়ার মধ্যে ছিলো। অন্য দিকে মালান তার অর্ধশত পুরন করে ফেলেন ।
শেষের দিকে ক্রিস অকস ৭ রান।
বাংলাদেশ একাদশে খেলছেন যারা :
তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসাইন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, আফিফ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম
ইংল্যান্ড একাদশে খেলছেন যারা :
জেসন রয়, ফিল সল্ট, ডেবিড মালান, জেমস ভিন্স, জস বাটলার, উইল জ্যাক্স, মঈন আলী, ক্রিস ওকস, আদিল রাশিদ, জফার আর্চার, মার্ক উড